চণ্ডীগড়, 3 মার্চ: রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে বিবাদের (Conflict with Governor Banwarilal Purohit) মধ্য়েই স্কুলের অধ্যক্ষদের আরও একটি দলকে সিঙ্গাপুরে প্রশিক্ষণে পাঠাল পঞ্জাব সরকার (Punjab Principals go to Singapore) ৷ শুক্রবার অধ্যক্ষদের বাসের 'ফ্ল্যাগ অফ' করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann flags off the Bus) ৷ ক্ষমতায় আসার পর থেকেই পঞ্জাবের সরকারি স্কুলগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আপ সরকার ৷ উন্নত দেশের স্কুলগুলিতে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, অধ্যক্ষদের তা হাতেকলমে শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই কারণেই পঞ্জাবের অধ্যক্ষদের দফায় দফায় সিঙ্গাপুরে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে ৷
এই নিয়ে মোটা দু'দফায় সরকারি স্কুলের অধ্যক্ষরা সেই সুযোগ পেলেন ৷ যদিও আম আদমি পার্টি পরিচালিত সরকারের এই উদ্যোগ নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের ৷ সেই আপত্তি উপেক্ষা করেই এদিন সকালে চণ্ডীগড়ের 26 নম্বর সেক্টরে অবস্থিত মহাত্মা গান্ধি ইনস্টিটিউট অফ পাবলিক অ্য়াডমিনিস্ট্রেশনের কার্যালয় থেকে অধ্যক্ষদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বাস ৷