নয়াদিল্লি, 17 নভেম্বর : দূষণের জেরে এনসিআর অর্থাৎ, জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ মঙ্গলবার রাতে এমনই নির্দেশিকা জারি করেছে বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশন ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে সিএকিউএম বা বায়ু সূচক নিয়ন্ত্রক কমিশন ৷ এমন দূষণের মাত্রা কমাতে দিল্লির 300 কিলোমিটারের মধ্যে থাকা 11টি থার্মাল পাওয়ার প্লান্টের মধ্যে মাত্র 5টি প্লান্ট 30 নভেম্বর পর্যন্ত কাজ করবে ৷ যার মধ্যে দিল্লির ঝাজারের এনটিপিসি, মহত্মা গান্ধি টিপিএস, পানিপথ টিপিএস, নব পাওয়ার লিমিটেড টিপিএস এবং রাজপুরা ও তালওয়ান্ডি সাবো টিপিএসে কাজ হবে ৷
পাশাপাশি দিল্লি ও এনসিআর এলাকায় নির্মাণ শিল্প এবং ভাঙাচোরার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে বাতাসে দূষণেরমাত্রা কমাতে ৷ 21 নভেম্বর পর্যন্ত এই সব কাজ বন্ধ রাখতে হবে ৷ সেই সঙ্গে রেল পরিষেবা, রেল স্টেশন, মেট্রো রেল কর্পোরেশন সার্ভিস, যার মধ্যে মেট্রো স্টেশনও রয়েছে ৷ এছাড়াও এয়ারপোর্ট এবং আন্তঃরাজ্য বাস পরিষেবার ক্ষেত্রে, জাতীয় নিরাপত্ত বা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় অর্থাৎ বিভিন্ন প্রকল্পে সি অ্যান্ড ডি-র বজ্র নিয়ন্ত্রণ নিয়াবলী মেনে এবং ধুলোকণা নিয়ন্ত্রণ করে কাজ করতে বলা হয়েছে ৷
আরও পড়ুন : Kashmir Winter: শ্রীনগরে মরসুমের শীতলতম রাত, তাপমাত্রা নামল হিমাঙ্কের নিচে