পাটনা, 5 এপ্রিল: শান্ত হচ্ছে বিহার ৷ অন্তত এমনটাই দাবি বিহার পুলিশের ৷ রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে বিহারের একাধিক জেলা ৷ যার মধ্য়ে সাসারাম ও নালন্দায় হিংসা তীব্র আকার নিয়েছিল ৷ ক্রমেই তা মাথাচাড়া দিয়ে গোটা রাজ্য়েও ছড়িয়ে পড়ার সম্ভবনা দেখা দিয়েছিল ৷ প্রায় সপ্তাহখানেক পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে রাজ্য় পুলিশ দাবি করছে ৷
গত 22 মার্চ দেশ জুড়ে পালিত হয় রামনবমী ৷ বিভিন্ন রাজ্য়ে ভগবান রামের মূর্তি কোথাও আবার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের হয় ৷ এরপরই একাধিক রাজ্য় থেকে ভুরি ভুরি অভিযোগ আসতে শুরু করে ৷ রামনবমীর শোভাযাত্রা বা মিছিলের ওপর হামলা চালানোর অভিযোগও সামনে এসেছে ৷ বিহারও তার ব্য়তিক্রম নয় ৷ সাসারাম এবং নালন্দায় অশান্তি তীব্র আকার নেয় ৷ একাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগও ওঠে ৷ এমনকী দু'পক্ষের সংঘর্ষে ঘটনায় এক জনের মৃত্য়ু হয়েছে বলেও খবর মিলেছে ৷ ঘটনার 6 দিন পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করল বিহার পুলিশ। যার জেরে এই দুই জেলায় স্কুল-কলেজ ফের খোলা হয়েছে। তবে যে কোনও পরিস্থিতির সঙ্গে যাতে তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায় সেজন্য সেখানে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এখনও মোতায়েন রয়েছে বলেও রাজ্য় প্রশাসনের তরফে জানানো হয়েছে।