দিল্লি, 6 জানুয়ারি: 11 জানুয়ারি নয়া কৃষি আইন নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আজ নয়া কৃষি আইনের বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলার শুনানির সময়, প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "বিক্ষোভকারী কৃষক ও সরকারের মধ্যে আলোচনা চললেও, তার কোনও ইতিবাচক ফল দেখা যাচ্ছে না।"
11 জানুয়ারি নয়া কৃষি আইন নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে
আজ নয়া কৃষি আইনের বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলার শুনানির সময়, প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "বিক্ষোভকারী কৃষক ও সরকারের মধ্যে আলোচনা চললেও, তার কোনও ইতিবাচক ফল দেখা যাচ্ছে না।"
তবে, এদিন কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, “ খুব শীঘ্রই দুই তরফেই একটি সমাধান সূত্রে চলে আসবে। দু'পক্ষের আলোচনা সেই দিকেই এগোচ্ছে। তবে, এই মামলা শুরু হলে, দুপক্ষের মধ্যে চলা আলোচনা ব্যহত হতে পারে।”
প্রায় একই সুরে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, একটি সুস্থ পরিবেশে সরকার ও কৃষকদের আলোচনা চলছে। এই পরিস্থিতিতে 8 জানুয়ারি দু'তরফের আলোচনায় যাতে বাধা না আসে সেই আবেদন করেন সলিসিটর জেনারেল। এর পরেই প্রধান বিচারপতি 8 জানুয়ারি আন্দোলনকারী কৃষক ও সরকারের মধ্যে আলোচনার পর, 11 জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।