নয়াদিল্লি, 3 নভেম্বর: বম্বে হাইকোর্টের নাম পরিবর্তনের জন্য মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত ৷ আবেদনকারী একজন প্রাক্তন বিচারপতি ৷ তিনি আদালতের নাম 'মহারাষ্ট্র হাইকোর্ট' (Bombay High Court to Maharashtra High Court) করার আবেদন জানিয়েছিলেন ৷ এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় ৷
বেঞ্চ জানায়, "এই ইস্যুটি আইনসভার সদস্যরা স্থির করবেন ৷ কোন মৌলিক অধিকারের ভিত্তিতে এই আবেদন করেছেন আপনি?" এই আবেদন করেছিলেন থানের ভি পি পাটিল ৷ যিনি 26 বছর বিচারকের দায়িত্ব সামলেছেন ৷