দিল্লি, 20 জানুয়ারি : রাঁচিতে ধর্ষণের শিকার হওয়া শিশুর পড়াশোনার দায়িত্ব রাজ্য় সরকারকে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ওই শিশুটির বাবার করা আর্জির ভিত্তিতেই এই রায় দিয়েছে শীর্ষ আদালত ৷ আদালত তাঁর নির্দেশে জানিয়েছে, ওই শিশুটি যতদিন না 14 বছরের হচ্ছে, ততদিন ওই শিশুটির পড়াশোনার দায়িত্ব রাজ্য় সরকারকে নিতে হবে বলে রাঁচির ডেপুটি কমিশনারকে উল্লেখ করে নির্দেশ দিয়েছে আদালত ৷
আদালত তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে, ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ এমনকি তাকে ও তার পরিবারকে সমাজ থেকে আলাদা করা হয়েছে ৷ তাই তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ওই শিশুটির পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া হোক ৷ এমনকি অন্য়ান্য় সরকারি সাহায্য়ের ব্য়বস্থাও করতে বলা হয়েছে ৷ পাশাপাশি নির্যাতিতা শিশু ও তার পরিবারকে প্রয়োজনীয় সবরকম সুরক্ষা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত ৷