নয়াদিল্লি, 12 জানুয়ারি:রক্ষাকবচ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশে জানিয়েছে, বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বিরুদ্ধে কোনও রকম জোরদবরদস্তি কোনও ব্যবস্থা নেওয়া যাবে না ৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৷
2018 সালের অগস্ট মাসে কোচবিহারের দিনহাটা থানা এলাকায় নিশীথ প্রামাণিকের সঙ্গে একটি দলের ঝামেলা বাধে ৷ নিশীথ সেই সময় তৃণমূলের যুব নেতা ছিলেন ৷ আর তাঁর সঙ্গে যে দলটির ঝামেলা বাধে, সেই দলও তৃণমূলেরই ছিল ৷ এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নির্দেশেই সেদিন গুলি চালানো হয়েছিল ৷ এই ঘটনায় গুলিবিদ্ধ হন 2 জন ৷ এরপর তৎকালীন তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক-সহ 35 জনের নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় ৷ এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ ৷ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান নিশীথ ৷ কিন্তু আদালত সেই জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালতে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিঠালের বেঞ্চ রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্দেশ দেয়, মন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া অবস্থান নেওয়া যাবে না ৷