পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

National Voters Day: স্যান্ড আর্টে জাতীয় ভোটার দিবসের অভিনন্দন সুদর্শন পট্টনায়েকের - সুদর্শন পট্টনায়েক

জাতীয় ভোটার দিবস (National Voters Day) উপলক্ষ্যে পুরীর সৈকতে স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়েকের ৷ ভোটারদের সচেতনতায় এবং ভারতীয় গণতন্ত্রণের চালিকা শক্তি সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন তিনি ৷

National Voters Day ETV BHARAT
National Voters Day

By

Published : Jan 25, 2023, 6:43 PM IST

পুরী, 25 জানুয়ারি: আজ 25 জানুয়ারি, জাতীয় ভোটার দিবস (National Voters Day) ৷ প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের আগের এই দিনটি ভারতীয় ভোটারদের উদ্দেশ্যে সমর্পণ করেছে কেন্দ্র ৷ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় গণতান্ত্রিক ভারতের প্রধান চালিকা শক্তি সেই ভোটারদের সম্মান জানালেন পুরীর স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক (Sand Art by Sudharshan Pattnaik) ৷ পুরীর সৈকতে বালির উপর গাঢ় নীল রঙের প্ল্যাটফর্ম তৈরি করে তার উপর জাতীয় পতাকা, অশোকচক্র তৈরি করেছেন তিনি ৷ সেখানেই ইংরেজিতে লেখা ‘জাতীয় ভোটার দিবস’ ৷

জাতীয় ভোটার দিবসে দেশের ভোটারদের নিজের শিল্পকলার মাধ্য়মে অভিনন্দন জানালেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক ৷ বালির নীল প্ল্যাটফর্মের উপর জাতীয় পতাকা ও অশোকচক্র তৈরি করেছেন তিবি ৷ অশোকচক্রের উপর ইংরেজিতে লেখা ‘নাথিং লাইক ভোটিং’ ৷ নিচে লেখা ‘আই ভোট ফর সিওর’ (এনভিডি 2023) ৷ আর তার সামনে বড় করে লেখা ‘ন্যাশনাল ভোটারস ডে’ ৷ 2011 সাল থেকে এই দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় ৷ তবে, শুধু জাতীয় ভোটার দিবস নয় ৷ ভারতের প্রায় প্রতিটি উৎসব এবং বিশেষ দিনে পুরীর সৈকতে সুদর্শন পট্টনায়েকের শিল্পকলা ফুটে ওঠে ৷ আগামিকাল সাধারণতন্ত্র দিবসেও দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন নিজের শিল্পের মাধ্যমে ৷

গত 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127 তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছিলেন সুদর্শন পট্টনায়েক ৷ 450টি স্টিলের বাটি ও 6 টন বালি দিয়ে নেতাজির রূপ ফুটিয়ে তুলেছিলেন ৷ গান্ধিজি থেকে শুরু করে দেশের বহু স্বাধীনতা সংগ্রামীকে নিজের শিল্পের মাধ্যমে এইভাবে সম্মান জানান তিনি ৷ নেতাজির সেই বালু চিত্রের পাশে ‘জয় হিন্দ’ লেখেন তিনি ৷

আরও পড়ুন:450টি স্টিলের বাটি ও 6 টন বালিতে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য সুদর্শনের

2023 সালে জি20 সম্মেলন ভারতে আয়োজিত হতে চলেছে ৷ পুরীর সৈকতে বালি দিয়ে এবছরের জি20-র লোগো তৈরি করেছিলেন তিনি ৷ সেখানে ‘বসুদেব কুটুমবকম’ এবং জি20-র স্লোগান ‘ওয়ান আর্থ-ওয়ান ফ্যামিলি-ওয়ান ফিউচার’ লেখেন বালি দিয়ে ৷ সুদর্শন পট্টনায়েক তাঁর শিক্ষার্থীদের নিয়ে এই লোগোটি স্যান্ড আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলেন ৷ সেটি তৈরি করতে দু’দিন সময় লেগেছিল তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details