পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saffron Politics: অমিতাভ-অরিজিতের মন্তব্য নিয়ে তৃণমূল-বিজেপির ‘গেরুয়া’ লড়াই - স্মৃতি ইরানি

শুক্রবার কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধন হয় বৃহস্পতিবার ৷ সেখানে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি ৷

saffron-politics-and-bollywood-bjp-and-tmc-leaders-fight-it-out-on-twitter
মমতা-অমিতাভ-শাহরুখ

By

Published : Dec 16, 2022, 7:49 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনে অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মন্তব্য এবং সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) একটি গান নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপি (BJP) নেতাদের মধ্যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে ৷

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৷ সেখানে অতিথি হিসেবে আরও অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও অরিজিৎ সিং ৷ অমিতাভ তাঁর ভাষণে মত প্রকাশের স্বাধীনতা না থাকার বিষয়টি নিয়ে সরব হন ৷

অন্যদিকে অরিজিৎকে গান শোনাতে বলায়, তিনি একটি বাংলা ও একটি হিন্দি গানের দু’টি লাইন গেয়েছেন ৷ হিন্দিতে তাঁর গলায় শোনা গিয়েছে, ‘রং দে তু মোহে গেরুয়া’ ৷ সামগ্রিক বিষয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি লিখেছেন, এটা ছিল উপলব্ধির সন্ধ্যা । মিস্টার বচ্চন থেকে শুরু করে অরিজিৎ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তাঁর সামনেই মনে করিয়ে দিয়েছিলেন যে বাংলার ভবিষ্যতও গেরুয়া ৷

তিনি আরও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঞ্চে অমিতাভ বচ্চনের বলা কথাগুলি যেন যেন অত্যাচারীর সামনে আয়না ধরা ৷ বিজেপির অন্য নেতারাও এই নিয়ে সরব হয়েছেন ৷ তাঁরা আসলে বিষয়টিকে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) সঙ্গে জুড়েছেন ৷ তাঁদের দাবি, অমিতাভ আসলে ভোট পরবর্তী হিংসার কথা বলতে চেয়েছেন ৷

তাঁর বিরুদ্ধে পালটা সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান ৷ তিনি লিখেছেন, ‘‘অত্যাচারী শাসনের লক্ষণগুলির মধ্যে রয়েছে চলচ্চিত্র নিষিদ্ধ করা, সাংবাদিকদের আটক করা এবং সত্য কথা বলার জন্য সাধারণ মানুষকে শাস্তি দেওয়া ।’’ তাঁর আরও অভিযোগ, বিজেপি অন্যের স্বাধীনতা হরণ করে ৷ আর অমিত মালব্য নিজেদের কথা না বলে শুধু অন্যদের অভিযুক্ত করে ৷

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) না ডাকা নিয়েও কটাক্ষ করেছেন অমিত মালব্য ৷ তাঁর কথায়, তিনি লেখেন, চলচ্চিত্র উৎসবে বাংলার সন্তান মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানাননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো বাংলার ঘরের ছেলে থাকা সত্ত্বেও ৷

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক পরা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অরিজিতের গান সেই বিতর্কের প্রেক্ষিতেই বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে ৷ এই নিয়ে বিভিন্ন রাজ্যে গেরুয়া শিবির থেকে আপত্তি তোলা হয়েছে ৷ সেই নিয়ে তৃণমূলের তরফে বিজেপিকে আক্রমণ করা হয়েছে ৷

এই নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা রিজু দত্ত ৷ তিনি 1998 সালের ফেমিনা মিস ইন্ডিয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে গেরুয়া পোশাকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani) ৷ যদিও এই ভিডিয়ো শেয়ার করে আসলে একজন মহিলাকে অপমান করা হয়েছে বলে দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) ৷

তাঁর বক্তব্য, এমন একজনকে তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসাবে বেছে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জিত হওয়া উচিত । এঁদের কাছে মহিলাদের কোনও সম্মান নেই । তাঁরা সফল মহিলাদের এবং তাঁদের উত্থানে বিব্রত হন ৷ এঁদের জন্যই মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পায় ৷

আরও পড়ুন:কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুনকে ছাড়া অসম্পূর্ণ, ক্ষোভ সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details