নয়াদিল্লি, 16 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনে অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মন্তব্য এবং সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) একটি গান নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপি (BJP) নেতাদের মধ্যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে ৷
বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৷ সেখানে অতিথি হিসেবে আরও অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও অরিজিৎ সিং ৷ অমিতাভ তাঁর ভাষণে মত প্রকাশের স্বাধীনতা না থাকার বিষয়টি নিয়ে সরব হন ৷
অন্যদিকে অরিজিৎকে গান শোনাতে বলায়, তিনি একটি বাংলা ও একটি হিন্দি গানের দু’টি লাইন গেয়েছেন ৷ হিন্দিতে তাঁর গলায় শোনা গিয়েছে, ‘রং দে তু মোহে গেরুয়া’ ৷ সামগ্রিক বিষয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি লিখেছেন, এটা ছিল উপলব্ধির সন্ধ্যা । মিস্টার বচ্চন থেকে শুরু করে অরিজিৎ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তাঁর সামনেই মনে করিয়ে দিয়েছিলেন যে বাংলার ভবিষ্যতও গেরুয়া ৷
তিনি আরও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঞ্চে অমিতাভ বচ্চনের বলা কথাগুলি যেন যেন অত্যাচারীর সামনে আয়না ধরা ৷ বিজেপির অন্য নেতারাও এই নিয়ে সরব হয়েছেন ৷ তাঁরা আসলে বিষয়টিকে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) সঙ্গে জুড়েছেন ৷ তাঁদের দাবি, অমিতাভ আসলে ভোট পরবর্তী হিংসার কথা বলতে চেয়েছেন ৷
তাঁর বিরুদ্ধে পালটা সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান ৷ তিনি লিখেছেন, ‘‘অত্যাচারী শাসনের লক্ষণগুলির মধ্যে রয়েছে চলচ্চিত্র নিষিদ্ধ করা, সাংবাদিকদের আটক করা এবং সত্য কথা বলার জন্য সাধারণ মানুষকে শাস্তি দেওয়া ।’’ তাঁর আরও অভিযোগ, বিজেপি অন্যের স্বাধীনতা হরণ করে ৷ আর অমিত মালব্য নিজেদের কথা না বলে শুধু অন্যদের অভিযুক্ত করে ৷