পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Robbery in Jewellery Shop: সরকারি অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ, গয়নার দোকানে লুঠ 4 চোরের - সরকারি অনুষ্ঠানে ব্যস্ত পুলিশ

9 নভেম্বর উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস ছিল ৷ রাজ্যেই ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া হয়েছিল পুরো রাজ্য ৷ এই সময়কে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে চোরের দল ৷

ETV Bharat
উত্তরাখণ্ডের একটি গয়নার দোকানে সকালে ডাকাতি

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 7:23 AM IST

Updated : Nov 10, 2023, 9:46 AM IST

দেরাদুন, 10 নভেম্বর: রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যস্ত পুলিশ ৷ সেই সুযোগে চুরি করে পালাল চোরের দল ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে ৷ 9 নভেম্বর ছিল উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস ৷ এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগেভাগেই 7 নভেম্বর উত্তরাখণ্ডে পৌঁছন ৷ তিনি রাজ্যে থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমতো ব্যস্ত ছিল পুলিশ ৷ অন্য কোনও দিকে নজর দেওয়ার সময় পাননি পুলিশ কর্তারা। সেটারই সুযোগ নিল চোরের দল ৷ পুলিশের এই চরম ব্যস্ততায় দিনের আলোয় বিপুল পরিমাণ গয়না লুঠ করে পালাল চোরের দল ৷

সূত্রের খবর, সকালে পুলিশ যখন রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা সামলাতে ব্যস্ত, তখনই 4 চোর একটি গয়নার দোকানে ঢোকে চুরি করতে ৷ এদিকে দীপাবলির সময় এগিয়ে আসছে ৷ বিশেষ উৎসবকে কেন্দ্র করে কেনাকাটাও শুরু হয়েছে। সকাল থেকেই গ্রাহকদের ভিড় লেগে আছে ৷ ঘড়িতে 10টা বাজতে না বাজতেই ব্যস্ততা বাড়তে থাকে দেরাদুনের রাইপুর রোডের এই গয়নার দোকানে। কর্মচারী থেকে মালিক সকলেই ব্যস্ত ছিলেন গ্রাহকদের নিয়ে ৷ তাঁদের পছন্দের গয়না বেছে দেওয়ার কাজ চলছিল পুরোদমে ৷ ঠিক তারই মধ্যে ঘটল চুরির ঘটনা ৷

পুলিশ জানিয়েছে, 4 চোর ক্রেতার ছদ্মবেশেই দোকানে প্রবেশ করেছিল ৷ কিন্তু দোকানে পা দিতে না দিতেই নিজেদের স্বরূপ চিনিয়ে দেয় তারা। কাউকে সময় না দিয়ে দোকানের কর্মচারীদের পণবন্দি করে ফেলে ৷ এরপর চলে দেদার লুঠ ৷ দোকানের দামি দামি গয়না নিয়ে পালিয়ে যায় চোরেরা ৷ দোকানের কর্মী থেকে শুরু করে মালিক সকলেই দেখলেন লুঠ হয়ে যাচ্ছে গয়না। কিন্তু তাঁদের করার কিছুই ছিল না।

ঘটনার খবর পেয়ে পুলিশ ওই দোকানে পৌঁছয় ৷ তদন্ত শুরু করে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, গয়নার দোকানের ডাকাতির সঙ্গে জড়িত রয়েছে একটি বহু পুরনো গ্যাং ৷ তাদের নামে একাধিক অভিযোগ রয়েছে। ওই গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই চার জনের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই 4 জনকে গ্রেফতার করতে পারলে অতীতের অনেক অপরাধেরও কিনারা হবে। বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Last Updated : Nov 10, 2023, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details