পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিমাচলপ্রদেশে দুর্ঘটনায় মৃত 10, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - SRIMAUR

হিমাচলপ্রদেশের শ্রীমাউর জেলার বাগ পাসগ গ্রামে একটি গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে । ঘটনায় 10 জনের মৃত্যু হয় । ঘটনাটি ঘটে পাছাড় এলাকায় । আহত হয়েছেন বেশ কয়েকজন ।

himachal pradesh
হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

By

Published : Jun 28, 2021, 11:12 PM IST

শ্রীমাউর (হিমাচলপ্রদেশ), 28 জুন: হিমাচলপ্রদেশের শ্রীমাউর জেলার বাগ পাসগ গ্রামে একটি গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে । ঘটনায় 10 জনের মৃত্যু হয় । ঘটনাটি ঘটে পাছাড় এলাকায় । আহত হয়েছেন বেশ কয়েকজন । এখনও দেহ উদ্ধারের কাজ চলছে । মৃতের সংখ্যা আরও বাড়তে বলে অনুমান জেলা প্রশাসনের ।

শ্রীমুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে । আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে । ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মৃতদের পরিবারের পাশাপাশি আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি । প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যে ঘোষণা করেন তিনি ।

আরও পড়ুন: ঋণের দায়ে চার সন্তানকে নিয়ে আত্মঘাতী দম্পতি

দুর্ঘটনার ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর । তিনিও মৃত এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন ।

ABOUT THE AUTHOR

...view details