পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে আরজেডি সুপ্রিমোর - আরজেডি প্রধান

ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে লালু প্রসাদ যাদবের ৷ এইমসের চিকিৎসকেদের তরফে এমনই জানানো হয়েছে ৷

Lalu Prasad Yadav
লালু প্রসাদ যাদব

By

Published : Feb 1, 2021, 4:31 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : অবস্থার আরও উন্নতি হয়েছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ৷ এদিন চিকিৎসকেদের তরফে এমনই জানানো হয়েছে যাদব পরিবারের সদস্যদের ৷ লালুপ্রসাদের মেয়ে মিশা ভারতী বলেন, তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরে ধীরে ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷

আরও পড়ুন : গাজ়িপুরে আরও বাড়ানো হল নিরাপত্তা

কোটি টাকা তচ্ছরুপের অভিযোগে 2017 সাল থেকে রাঁচির জেলে রয়েছেন আরজেডি প্রধান ৷ সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাঁচি থেকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ প্রথমে তাঁকে কার্ডিয়াক ইনসেনটিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় ৷ তবে, তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হওয়ায় তাঁকে প্রাইভেট ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় ৷ কিছুদিন আগে তাঁর হার্ট ও কিডনির সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷

তাঁর কিডনি মাত্র 25 শতাংশ কর্মক্ষম । ব্লাড সুগারও বেশি ৷ তাছাড়া ফুসফুসে জল জমায় অবস্থার আরও অবনতি হয় ৷ এইমসে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয় ৷ তবে, এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন আরজেডি প্রধান ৷

ABOUT THE AUTHOR

...view details