পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যোগীরাজ্যে খুলছে রেস্তরাঁ-শপিং মল, সপ্তাহান্তে লকডাউন চলবে; কার্ফুই থাকছে গোয়াতে

উত্তরপ্রদেশে খুলছে রেস্তরাঁ ও শপিং মল ৷ তবে সেখানে সপ্তাহান্তের লকডাউন এখনই উঠছে না ৷ এ দিকে, গোয়াতে 28 জুন পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন ৷

Restaurants, Malls To Open At 50% Capacity In UP, Weekend Lockdown Stays; Goa extends Covid curfew till June 28
যোগীরাজ্যে খুলছে রেস্তোরাঁ-শপিং মল, সপ্তাহান্তে লকডাউন চলবে; কার্ফুই থাকছে গোয়াতে

By

Published : Jun 20, 2021, 2:58 PM IST

লখনউ, 20 জুন : কোভিড সংক্রমণ হ্রাস পাওয়ায় আরও কিছু বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ প্রশাসন ৷ খুলছে শপিং মল, রেস্তরাঁ, দোকান, বাজার ৷ তবে সপ্তাহান্তের লকডাউন বজায় থাকবে বলে জানানো হয়েছে ৷ এ দিকে, গোয়ায় আগামী 28 জুন পর্যন্ত কোভিড 19 কার্ফুর মেয়াদ বাড়ানো হয়েছে ৷

যোগীরাজ্যে দীর্ঘ 2 মাস পর অবশেষে খুলতে চলেছে সব শপিং মল ও রেস্তরাঁ ৷ তবে শুধুমাত্র কাজের দিনেই অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত 9টা পর্যন্ত সেগুলি খোলা থাকবে এবং আসন সংখ্যার 50 শতাংশের বেশি জনসমাগম করা যাবে না ৷ কনটেনমেন্ট জোনের বাইরে যে দোকান ও বাজারগুলি রয়েছে, সেগুলিও সপ্তাহে পাঁচদিন খোলার অনুমতি দিয়েছে সরকার ৷ এ ছাড়াও সম্পূর্ণ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসগুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:লকডাউন শিথিল হতেই বেলাগাম জনতা, কড়া পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের

সপ্তাহের কাজের দিনগুলিতে কার্ফুর সময়সীমা 2 ঘণ্টা কমানো হয়েছে ৷ এখন থেকে রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ৷ তবে সপ্তাহান্তের লকডাউন এখই উঠছে না উত্তরপ্রদেশে ৷ বন্ধই থাকছে সিনেমা হল, স্টেডিয়াম, জিম, সুইমিং পুল, স্কুল, কলেজ, শিক্ষা ও কোচিং প্রতিষ্ঠান ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে সর্বাধিক 50 জনের উপস্থিতি থাকতে পারে ৷ ধর্মীয় স্থানেও একই সময়ে 50 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না ৷

সক্রিয় রোগীর সংখ্যা কমে 600-র নীচে নেমে যাওয়ার পর 1 জুন থেকেই করোনা কার্ফুকে শিথিল করতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ সেখানে শনিবার কোভিডে মৃত্যু হয়েছে 51 জনের ৷ এর ফলে কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22,132 জন ৷ শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও 294 জন ৷ এর ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 17,04,139 ৷ লখনউ থেকে 27 জন, বারাণসী থেকে 26 জন, মেরঠ থেকে 16 জন, কানপুর, নাগপুর ও গোরক্ষপুর থেকে 12 জন করে এবং এলাহাবাদ ও রায়বরেলি থেকে 11 জন করে আছেন নতুন করে আক্রান্তদের তালিকায় ৷ গত 24 ঘণ্টায় যোগীরাজ্যে কোভিড জয় করে সেরে উঠেছেন 592 জন ৷ এর ফলে মোট কোভিড জয়ীর সংখ্যা বেড়ে হয়েছে 16,77,050 জন ৷

আরও পড়ুন:তেলাঙ্গানায় উঠল সব বিধিনিষেধ

উত্তরপ্রদেশে বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও গোয়া এখনই সেই পথে হাঁটছে না ৷ কার্ফুর মেয়াদ সেখানে 28 জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ তবে সোমবার থেকে সেখানে শপিং মলের মাছের বাজার ও স্টোরগুলিকে কিছু নিয়ম মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটে জানিয়েছেন, শপিং মলের দোকানগুলি সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে ৷ তবে বন্ধ থাকবে মলের সিনেমা হল, নাটক, মাল্টিপ্লেক্স ও এন্টারটেনমেন্ট জোন ৷

ABOUT THE AUTHOR

...view details