ওয়াশিংটন, 20 জানুয়ারি:একটা সময় ভারতীয় উপমহাদেশ (Indian Subcontinent) দাপিয়ে বেরাত টাইটানোসর (Titanosaur) বা টাইটানোসরিয়া (Titanosauria) প্রজাতির ডাইনোসররা (Dinosaur) ৷ এবার তাদের সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া যাবে ৷ কারণ, সম্প্রতি 250টিরও বেশি ডিমের জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে (Titanosaur Fossilized Eggs Found) ৷ সেই জীবশ্মের বিশ্লেষণই সামনে আনবে বহু নতুন তথ্য ! গত 18 জানুয়ারি প্রকাশিত একটি প্রবন্ধে এমনটাই দাবি করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হর্ষ ধীমান ৷
ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যায়ে যে ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত, তাদের কঙ্কাল ও ডিমের জীবাশ্মের প্রচুর নমুনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লামেটা ফরমেশনে (Lameta Formation) ৷ এটি আদতে মধ্য ভারতে অবস্থিত নর্মদা উপত্যকার একটি অংশ ৷ এখানকার ভূত্বকের বিভিন্ন স্তরে প্রাগৈতিহাসিক এই জন্তুর দেহাবশেষের খোঁজ মিলেছে ৷ সম্প্রতি এই এলাকাতেই ডাইনোসরের 92টি বাসা খুঁজে পাওয়া গিয়েছে ৷ সেখান থেকে উদ্ধার করা হয়েছে ডাইনোসরের 256টি ডিমের জীবাশ্ম ৷ এই ডিমগুলি টাইটানোসরের বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷