পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Merry Christmas: বড়দিনে বিশিষ্টদের শুভেচ্ছাবার্তায় ভাসল টুইটার - অ্য়ান্থনি অ্য়ালব্য়ানেস

আজ বড়দিন (Christmas 2022) ৷ বিশ্বব্যাপী আমজনতার মতোই উৎসবে মেতেছেন বিশিষ্টরা ৷ টুইটারে সকলকে শুভেচ্ছাবার্তা (Merry Christmas) জানালেন তাঁরা ৷

renowned personalities wish Merry Christmas to all via Twitter
বড়দিনের প্রস্তুতি !

By

Published : Dec 25, 2022, 3:57 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর:করোনার আতঙ্ক সত্ত্বেও বছর শেষের উৎসবে মেতেছে বিশ্ববাসী ৷ ব্যতিক্রম নন বিশিষ্টরাও ৷ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে পোপ ফ্রান্সিস, কিংবা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকলেই বিশ্ববাসীকে বড়দিনের (Christmas 2022) শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারজুড়ে এখন শুধুই সেইসব শুভেচ্ছাবার্তা (Merry Christmas) ৷ উপরি পাওনা মন ভালো করা নানা ছবি ৷

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) তাঁর টুইটারে লিখেছেন, "আমার বিশ্বাস, এই ক্রিসমাসের সময়, অল্প কয়েক মুহূর্তের জন্য হলেও আমরা পরস্পরের দিকে তাকাব ৷ ডেমোক্র্য়াট বা রিপাবলিকান হিসাবে নয় ৷ বরং আমরা আসলে যা, সেই সহআমেরিকান হিসাবে !" ওয়াকিবহাল মহলের বক্তব্য, উৎসবের মরশুমে বিরোধী রাজনৈতিক শিবিরকে আদতে বন্ধুত্বের বার্তাই দিতে চেয়েছেন বাইডেন ৷ অন্যদিক, তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতে খোদ প্রেসিডেন্টকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা গিয়েছে ৷ সহযোগিতা করছেন 'পোটাস' ৷

আরও পড়ুন:1500 কেজি টমেটো দিয়ে সান্তা ক্লজ গড়লেন সুদর্শন

চলতি বছরই ট্রাকচালকদের করা বিক্ষোভের জেরে বিধ্বস্ত অবস্থা হয়েছিল কানাডার ৷ সেই বিপদ কেটেছে অনেক আগেই ৷ বড়দিনে সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বার্তা, "মেরি ক্রিসমাস ! কানাডার লক্ষ লক্ষ বাসিন্দার মতোই আমার পরিবারও ক্রিসমাস নিয়ে উচ্ছ্বসিত ৷ আমরা ক্রিমাস ট্রি ঘিরে একসঙ্গে বসব এবং পরস্পরের সঙ্গে ভালো সময় উপভোগ করব ৷ এদিকে, সামনেই নতুন বছর ৷ সেই উপলক্ষে আপনাদের সকলের জন্য আমরা আনন্দ, সুস্বাস্থ্য, ভালোবাসা এবং শান্তি কামনা করছি ৷"

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লিখেছেন, "মেরি ক্রিসমাস ! এই বিশেষ দিনটি আমাদের সমাজে সৌভ্রাতৃত্ব এবং আনন্দ নিয়ে আসুক ৷ প্রভু যিশুর মহান ভাবনা আমরা স্মরণ করছি ৷ সমাজসেবার উপর জোর দিচ্ছি ৷"

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্থনি অ্য়ালবানেস (Anthony Albanese) ক্রিসমাসের কিছু মুহূর্ত টুইটারে শেয়ার করেছেন ৷ সঙ্গে লিখেছেন, "অস্ট্রেলিয়ার বহু নাগরিকের কাছে ক্রিসমাস হল পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন ৷ কিন্তু, যাঁদের পক্ষে সেটা করতে পারা কঠিন, কিংবা যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কাছে ক্রিসমাসের দিনটা খুবই কঠোর ৷"

অন্যদিকে, খ্রিস্ট ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis) তাঁর টুইটবার্তায় লিখেছেন, "আজ রাতে ঈশ্বর তোমার কাছে আসেন, কারণ, তুমি ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷"

ABOUT THE AUTHOR

...view details