নিউ দিল্লি, 24 মে : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব ৷ সম্প্রতি একটি অনু্ষ্ঠানে দেশে করোনা সংক্রামিতদের মৃত্যুর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসকদের দায়ী করেন তিনি ৷ এরপর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) তাঁর এই বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে তাঁকে একটি আইনি নোটিস পাঠায় ৷ দেশের চিকিৎসকদের ক্ষোভের মুখে ও চাপে পড়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও তাঁকে অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কিত কথাগুলি ফিরিয়ে নিতে চিঠি দেন ৷ যদিও তিনি জানান যে ওই অনুষ্ঠানে তিনি শুধু একটা হোয়্যাটসঅ্যাপ মেসেজের অংশ পড়ে শোনাচ্ছিলেন ৷ মন্ত্রীকে চিঠিতে তিনি দুঃখ প্রকাশ করে জানান যে, তিনি ও তাঁর প্রতিষ্ঠান উন্নত, অস্ত্রোপচারের সুবিধাযুক্ত, জীবনদায়ী এই অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে নয় ৷ তাঁর ওই মন্তব্য যদি কাউকে আঘাত করে থাকে, তার জন্য তিনি অনুতপ্ত ৷
রামদেবকে হর্ষবর্ধনের চিঠি-
দু'পাতার চিঠিতে হর্ষবর্ধন যোগগুরুকে লিখেছিলেন, "অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনার মন্তব্যে সারা দেশের মানুষ আঘাত পেয়েছে ৷ ইতিমধ্যে আপনাকে ফোনে সব জানিয়েছি ৷ করোনা সংক্রমণের লড়াইয়ে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা লড়ে যাচ্ছেন, তাঁরা দেশের জনগণের কাছে ভগবানের মতো ৷ আপনি করোনা যোদ্ধাদের অপমানিত করেছেন ৷ গতকাল আপনার বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়নি ৷ আশা করি, আপনি আরও গভীর ভাবে চিন্তা করে আপনার এই মন্তব্য ফিরিয়ে নেবেন ৷"
মন্তব্য প্রত্যাহার করে রামদেবের টুইট-