অযোধ্যা, 18 জানুয়ারি:রামলালার প্রাণ প্রতিষ্ঠার বাকি হাতে গোনা কয়েকটা দিন ৷ তার আগে বৃহস্পতিবার ভোরে 'জয় শ্রী রাম' ধ্বনিতে মুখরিত হল অযোধ্য়ার রাম মন্দির চত্বর ৷ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন রামলালা। এদিন ভোরে ক্রেনের সাহায্যে মূর্তি ভিতরে আনার আগে গর্ভগৃহে একটি বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। গর্ভগৃহের উপাসকরা বৈদিক স্তোত্র উচ্চারণ করে রামলালাকে মন্দিরে প্রবেশ করান। রামলালার মূর্তি রক্ষায় মোতায়েন করা হয়েছে এটিএস কমান্ডোদের। এছাড়াও রয়েছেন 200 জন পিএসি কর্মীও ।
ট্রাকে করে মন্দিরে আনা হয়েছে রামলালার মূর্তি। 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সাত দিনের আচার শুরু হয়েছে। বুধবার, একটি 'কলশ পুজো' অনুষ্ঠিত হয়, যেখানে একাধিক আচার অনুষ্ঠানের মধ্যে প্রাক-পুজো চলছে ৷ রামলালার মূর্তিটি মাইসোরের শিল্পী, অরুণ যোগীরাজ তৈরি করেছেন ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক, চম্পত রাই রামলালার মূর্তিটিকে 'পদ্মের পাপড়ির মতো চোখ এবং চাঁদের মতো মুখ' উজ্জ্বল বলে বর্ণনা করেছেন। তাঁর দীর্ঘ বাহু হাঁটু পর্যন্ত প্রসারিত ৷ ঠোঁটে হাসি ৷
এর আগে বুধবার সন্ধ্যায় 200 কেজি ওজনের রামলারা নতুন মূর্তি নিয়ে মন্দির চত্বর পরিক্রমার কথা ছিল। তবে অতিরিক্ত ওজনের কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়। তাঁর বদলে 10 কেজি ওজনের রুপোর মূর্তি নিয়ে পরিক্রমা শেষ করা হয়। তা নিয়েই প্রবেশ করা হয় মন্দিরে। বুধবার পবিত্র মূহূর্তে পুজো পাঠের মাধ্যমে শুরু হয়ে যায় বিশেষ পুজো। উপস্থিত ছিলেন শ্রী রাম জন্মভূ্মি তীর্থ ক্ষেত্রের ট্রাস্ট মেম্বার এবং পুরোহিত অনিল মিশ্র ৷ রাম মন্দির ট্রাস্টের আধিকারিকদের মতে, আচারগুলি 21 জানুয়ারি পর্যন্ত চলবে। অভিষেকের দিনে, রাম লালার মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা'-র জন্য প্রয়োজনীয় ন্যূনতম প্রয়োজনীয় আচারগুলি 121 জন আচার্যের নজরদারিতে পরিচালিত হবে। রাম মন্দির 'প্রাণ প্রতিষ্ঠা' 22 জানুয়ারি দুপুর 12টা 20' শুরু হবে এবং দুপুর 1টায় শেষ হবে বলে আশা করা হচ্ছে, বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ৷
আরও পড়ুন:
- বোমা হুমকির পর নজিরবিহীন নিরাপত্তার চাদরে অযোধ্যার রাম মন্দির
- রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মন্দির চত্বরে বাজবে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র, বাংলা থেকে যাচ্ছে শ্রীখোল-সরোদ
- হাতে আর 6 দিন, মন্দিরের গর্ভগৃহে বেদীর আনুষ্ঠানিক পুজো অযোধ্যায়