নয়াদিল্লি, 17 ডিসেম্বর: গালওয়ান (Galwan) উপত্যকা ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষের (India-China Faceoff) সময় ভারতের সশস্ত্র বাহিনী প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে ৷ শনিবার এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ।
তিনি এই ইস্যুতে তোপ দেগেছেন রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ তিনি বলেন, "সশস্ত্র বাহিনী যেভাবে বীরত্ব প্রদর্শন করেছে, তার জন্য কোনও পরিমাণ প্রশংসাই যথেষ্ট নয়, তা গালওয়ান হোক বা তাওয়াং ৷ সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় 'রাজনীতি' । সব সময় কারও উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার পেছনের কারণ বুঝি না ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ৷ সেই নিয়ে দীর্ঘদিন দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা ছিল ৷ সেই নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয় ৷ তার পর আবার গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংটসে এলাকায় ভারত ও চিনা পিএলএ-র মধ্যে সংঘর্ষ হয় ৷