পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় সেনার সাহায্য় চান রাজনাথ - Corona

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, তারা সূত্র মারফত খবর পেয়েছে, ইতিমধ্য়ে রাজনাথ সিংয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন সেনা প্রধান এমএম নারভানে ৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত জায়গায় করোনা রোগীদের পরিষেবা দেওয়া সম্ভব সেই সব জায়গাতেই বিভিন্ন ভাবে সাহায্য় করবে সেনাবাহিনী ৷

Rajnath Singh
রাজনাথ সিং (ফাইল ফোটো)

By

Published : Apr 20, 2021, 1:54 PM IST

Updated : Apr 20, 2021, 2:03 PM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল : করোনা সংক্রমণ বাড়ছে দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে রাজ্য়গুলিকে সাহায্য় করার জন্য় সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ জানা গিয়েছে, করোনা রোগীদের চিকিৎসা করার জন্য় উপযুক্ত ব্য়বস্থা তৈরি করার জন্য় সেনাবাহিনীকে বলেছেন তিনি ৷

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, তারা সূত্র মারফত খবর পেয়েছে ইতিমধ্য়ে রাজনাথ সিংয়ের সঙ্গে একটি বৈঠক করেছেন সেনা প্রধান এমএম নারভানে ৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্ত জায়গায় করোনা রোগীদের পরিষেবা দেওয়া সম্ভব সেই সব জায়গাতেই বিভিন্ন ভাবে সাহায্য় করবে সেনাবাহিনী ৷

আরও পড়ুন- 23% টিকা নষ্ট ! কাঠগড়ায় শীর্ষে তামিলনাড়ু, ভালো পারফরম্যান্স বঙ্গের

কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনী পরিষেবা দিতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে ৷ পাশাপাশি পিটিআইয়ের সূত্র জানিয়েছে, পুরো পরিস্থিতি মোকাবিলা করতে নৌসেনা ও বায়ুসেনাকেও নির্দেশ তৈরি থাকার জন্য় দেওয়া হয়েছে ৷

Last Updated : Apr 20, 2021, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details