জয়পুর, 21 অগস্ট: বিজ্ঞানের পক্ষে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হল রাজস্থানের (Rajasthan) এক মন্ত্রীকে ৷ শনিবার গোবিন্দ রাম মেঘওয়াল (Govind Ram Meghwal) মন্তব্য করেন, ভারতে এখনও বিবাহিতারা তাঁদের স্বামীর আয়ু বৃদ্ধির আশায় করবা চৌথ (Karwa Chauth)-এর ব্রত পালন করেন ৷ স্বামীর মঙ্গল কমনায় তাঁদের উপোস করতে করতে হয় ! অথচ, উন্নত দেশগুলির বাসিন্দারা বিজ্ঞান নিয়ে থাকেন ৷ খুব স্বাভাবিকভাবেই মন্ত্রী মশাইয়ের এমন মন্তব্যে বেজায় চটেছেন দক্ষিণপন্থীরা ৷ তাঁদের দাবি, এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে গোবিন্দ রামকে !
জয়পুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গোবিন্দ রাম বলেছিলেন, "চিনের 80 শতাংশ মহিলা এবং আমেরিকার 50 মহিলা কাজ (চাকরি) করেন ৷ এই কারণেই এই দু'টি দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে ৷ অথচ, আমাদের দেশে এখনও মহিলারা ছাঁকনির ভিতর দিয়ে চাঁদ দেখেন ! তাঁরা আশা করেন, এতে তাঁদের স্বামীর আয়ু বাড়বে ! এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ পুরুষরা কিন্তু কখনও তাঁদের স্ত্রীর জন্য উপোস করেন না ৷"
আরও পড়ুন:UP BJP Leader Video পার্কে প্রেমে মজে বিজেপি নেতা, ভাইরাল স্ত্রীর জুতো পেটার ভিডিয়ো
গোবিন্দ রামের এই মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ বিজেপি নেতাদের একটা বড় অংশ ৷ তাঁদের অনেকেই বলেছেন, গোবিন্দ রামকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ৷ প্রসঙ্গত, রাজস্থান সরকারের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরের দায়িত্বে রয়েছেন গোবিন্দ রাম মেঘওয়াল ৷ শনিবার তিনি যখন এই মন্তব্য করেন, তখন সেখানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)-ও উপস্থিত ছিলেন ৷ এই ইস্যুতে তাঁরও মুণ্ডপাত করতে ছাড়েননি বিজেপি নেতারা ৷
রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠৌর, বিজেপি-র প্রদেশ মুখপাত্র অনিতা বাঘেল এবং বিধায়ক রামলাল শর্মাদের বক্তব্য, গোবিন্দ রাম তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের অপমান করছেন ৷ এই প্রসঙ্গে রামলাল শর্মা বলেন, "দেশের কোটি কোটি মহিলাকে অপমান করেছেন গোবিন্দ রাম ৷ ওঁর এই মন্তব্য প্রত্যাহার করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত ৷ একইসঙ্গে, মুখ্যমন্ত্রীরও গোবিন্দ রামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত ৷"
যাঁকে নিয়ে এত বিতর্ক, তিনি অবশ্য বিজেপি-র সমালোচনায় আমল দিতে নারাজ ৷ এই প্রসঙ্গে গোবিন্দ রাম মনে করেন, তাঁর মন্তব্যে বিতর্কের কোনও অবকাশ নেই ৷ তিনি করবা চৌথের ঐতিহ্য বা উৎসবের বিরুদ্ধে কিছু বলেননি ৷ মন্ত্রীর কথায়, "আমি শুধুমাত্র শিক্ষার কথা বলেছি ৷ ভারতের বিজ্ঞান মনস্কতার বিষয়টি তুলে ধরেছি ৷ আমি মোটেও করবা চৌথের বিরোধী নই ৷"