জয়পুর, 9 অক্টোবর: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 23 নভেম্বর রাজস্থানে বিধানসভা ভোট ৷ আর এই নির্বাচনী লড়াই লোকসভা আগে শুধু মাত্র কংগ্রেসের জন্য নয়, মুখ্যমন্ত্রী অশোক গেহলতের জন্যও অ্যাসিড টেস্টের সমান ৷ এক্ষেত্রে নির্বাচনী পর্যবেক্ষকদের দাবি, গেহলতকে কেবল মাত্র দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের মতো সমস্যাগুলিকে দূরে রাখলেই চলবে না, রাজ্যে সরকারবিরোধী আইন-শৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি মহিলাদের নিরাপত্তার মতো গুরুতর বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে ৷
সোমবারই রাজস্থান-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ আর এদিন থেকেই লাগু হয়েছে নির্বাচনীবিধিও ৷ এর মাঝেই দেখে নেওয়া যাক, 2018 সালে রাজস্থান বিধানসভা নির্বাচনের পর থেকে গত পাঁচ বছরে রাজ্যে যে উল্লেখযোগ্য রাজনৈতিক পটপরিবর্তণ হয়েছে এবং যে চ্যালেঞ্জগুলি গেহলত সরকারের সামনে উদ্ভূত হয়েছে তার প্রতিফলন ৷
ভোটারদের দ্বিতীয় বিশেষ সংশোধন কর্মসূচির অধীনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর দেখা গিয়েছে রাজ্যে 5 কোটি 20 লক্ষ ভোটার রয়েছে। রাজস্থানে মোট ভোটার বেড়েছে প্রায় সাড়ে চার লক্ষ। ভোটার তালিকার খসড়া অনুসারে, রাজ্যে 2 কোটি 70 লক্ষ পুরুষ ভোটার এবং 2 কোটি 48 লক্ষ মহিলা ভোটার রয়েছে। এছাড়াও, প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিদের জন্য 'হোম ভোটিং' পরিচালিত হবে বলে কমিশন জানিয়েছে ৷ 50 শতাংশের বেশি ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং পরিচালিত হবে বলেও জানা গিয়েছে।
2018 সালের নির্বাচনের ফলাফল:
2018 সালের রাজস্থান বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ মোড়কে চিহ্নিত করে। 11 ডিসেম্বর 2018 ঘোষিত ফল অনুযায়ী আলওয়ারের রামগড় আসন বাদে, রাজ্য বিধানসভার বাকি 199টি আসনে ভোট গ্রহণ পর্ব হয়েছিল। বিএসপি প্রার্থী লক্ষ্মণ সিংয়ের মৃত্যুর কারণে রামগড় আসনের নির্বাচন স্থগিত করতে হয়েছিল কমিশনকে। সেই নির্বাচনী যুদ্ধে, কংগ্রেস রাজ্যের ক্ষমতা দখল করে ৷ 99টি আসনে জয় লাভ করে বিজেপি সরকারকে সফলভাবে উৎখাত করতেও সমর্থ হয় কংগ্রেস।
নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে, কংগ্রেস 99টি এবং বিজেপি 73টি আসন পেয়েছিল। মায়াবতীর বিএসপি ছয়টি আসনে জয়ী হয়েছিল ৷ অন্যান্যরা 20টি আসন জিতেছিল। সরকার গঠনের জন্য কংগ্রেসের ন্যূনতম 101 জন বিধায়কের প্রয়োজন ছিল। কংগ্রেস রাজস্থানে স্বতন্ত্র এবং অন্যান্য দলীয় বিধায়কদের সমর্থন নিয়ে সরকার গঠন করে সেবার ৷
তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ দলের শীর্ষ নেতারা একাধিক বৈঠক-আলোচনার মাধ্যমে রাজ্যের নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ৷ এবং শেষ পর্যন্ত রাজ্যের ক্ষমতার লাগাম অশোক গেহলতের হাতে তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে ৷ সেসময় দলীয় নেতাদের একটি প্রতীকী ছবি প্রকাশ করে পার্টি সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতির প্রতীককে সুস্পষ্ট করা হয়েছিল। যার ক্যাপশন দেওয়া হয়েছিল, "ইউনাইটেড কালারস অফ রাজস্থান" ৷ বিএসপি এবং স্বতন্ত্র বিধায়করাও অবশ্য সেসময় মুখ্যমন্ত্রী হিসাবে গেহলতের অবস্থানকে শুধু মেনে নেয়নি, তাঁর হাতও শক্ত করে কংগ্রেসের প্রতি তাদের সমর্থনকে পোক্ত করেছিল।
বিএসপি সংযুক্তি: একটি রাজনৈতিক মোড়