নয়াদিল্লি, 27 অগস্ট: জিএসটি প্রসঙ্গে আরও একবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি। আবারও জিএসটিকে 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। তাঁর দাবি, দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্প ক্ষেত্রে জিএসটি'র জন্য নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গেই তামিলনাড়ুর একটি চকোলেট কারখানার উদাহরণ তুলে ধরেন কেরলের সাংসদ। সম্প্রতি সেখানে গিয়েছিলেন তিনি।
পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রক্ষা করতে জিএসটির হারকে এক সংখ্যায় নিয়ে আসতে হবে বলে মনে করেন কংগ্রেস সাংসদ ৷ রবিবার তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে, রাহুল তামিলনাড়ুর নীলগিরির উটিতে একটি চকোলেট ফ্যাক্টরিতে গিয়েছেন ৷ কারখানার কাজকর্ম খতিয়ে দেখছেন। সেই ভিডিয়ো পোস্ট করেই জিএসটি প্রসঙ্গে আরও একবার তোপ দাগেন তিনি।
এই ভিডিয়োটি পোস্ট করে প্রাক্তন কংগ্রেস সাংসদ লেখেন, "70 জন দুর্দান্ত মহিলা উটির একটি বিখ্যাত চকোলেট ফ্যাক্টরি পরিচালনা করছেন ৷ ভারতে ক্ষুদ্র-মাঝারি শিল্প দারুণ সম্ভাবনাময় ৷ মুডিস চকোলেটের গল্প সে কথাই প্রমাণ করে ৷ আমি সম্প্রতি নীলগিরিতে গিয়েছিলাম ৷ সেই গল্প সবার সঙ্গে ভাগ করে নিলাম ৷" রাহুল সাংসদ পদ ফিরে পান 7 অগস্ট ৷ এরপর নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়ানাড়ে গিয়েছিলেন ৷ তখনই রাহুল উটির অন্যতম জনপ্রিয় চকোলেট ব্র্যান্ড মুডিস চকোলেটসে গিয়েছিলেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে ৷