পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: বেকারত্ব ইস্যুতে মোদিকে তোপ রাহুলের - মধ্যপ্রদেশ

Rahul Gandhi Slams PM Narendra Modi: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি বেকারত্ব ইস্যুতে তোপ দাগেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ এর আগেও একাধিকবার এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাহুলকে ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 7:10 PM IST

নিমাচ, 13 নভেম্বর: দিনকয়েক পরই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তাই হিন্দি বলয়ের ওই রাজ্যে সোমবার নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে তিনি আরও একবার বেকারত্ব ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ৷

রাহুল গান্ধি বলেন, "আমি শুনেছি যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদি এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসে বলেছিলেন যে 500টি কারখানা স্থাপন করা হয়েছে । এর আগে তিনি 15 লক্ষ টাকা দেওয়া এবং কালো টাকা নির্মূলের কথা বলেছিলেন । আপনারা কেউ কি এই কারখানাগুলি দেখেছেন ? কারখানা কোথাও দেখা যাচ্ছে কি ?"

এ দিন রাহুল গান্ধি সভা করেন মধ্যপ্রদেশে নিমাচে ৷ সেখান থেকে সেই সভা থেকেই এভাবে প্রধানমন্ত্রীকে নিশানা করেন কেরালার ওয়েনাড়ের সাংসদ ৷ বেকারত্ব ইস্যুতে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন ৷ মধ্যপ্রদেশের যুবক-যুবতীরা উচ্চশিক্ষিত হলেও তাঁদের চাকরি নেই বলে রাহুল অভিযোগ করেন ৷ পাশাপাশি উল্লেখ করেন 2022 সালে তাঁর করা ভারত জোড়ো যাত্রার কথা ৷ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হওয়া ওই 4 হাজার কিলোমিটারের যাত্রা সম্বন্ধে রাহুলের বক্তব্য, "ওই যাত্রায় আমি একা হাঁটিনি, লাখো মানুষ হেঁটেছে আমাদের সঙ্গে ।"

ওই যাত্রা নিয়ে মধ্যপ্রদেশ দিয়ে যাওয়ার সময় তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল সেকথাও তিনি শোনান ৷ রাহুল বলেন, "পথে, আমি কৃষক, যুবক, বেকার, ছোট দোকানদারদের মতো বিভিন্ন লোকের সঙ্গে দেখা করেছি । আমি যখন মধ্যপ্রদেশ দিয়ে যাচ্ছিলাম, যখনই আমি যুবকদের সঙ্গে দেখা করেছি এবং তাঁদের জিজ্ঞাসা করেছি তাঁরা কী করেন, তাঁরা কিছুই বলতেন না, মানে তাঁরা বেকার । এক তরুণ ইঞ্জিনিয়র আইএএস-এর জন্য প্রস্তুত হয়েছিলেন ৷ এর জন্য তিনি অনেক বেসরকারি কলেজে লক্ষ লক্ষ টাকা ফি দিয়েছিলেন ৷ কিন্তু চাকরি পাননি ।"

নিজের বক্তব্যের স্বপক্ষে সভা থেকেই তিনি জানতে চান যে সেখানে কতজন বেকার রয়েছেন ৷ তখন অনেকেই হাত তুলে জানান যে তাঁরা বেকার ৷ যা দেখে রাহুল বলেন, "এই হল মধ্যপ্রদেশের অবস্থা ৷" এ দিন তিনি আবার জাতিশুমারির বিষয়টি তোলেন ৷ জাতিশুমারি করার দাবি জানান ৷ মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে জাতিশুমারি হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ৷

উল্লেখ্য, মধ্যপ্রদেশে আগামী 17 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ ফল ঘোষণা আগামী 3 ডিসেম্বর ৷

আরও পড়ুন:

গাজার গণহত্যাকে যারা সমর্থন করছেন তাদের ধিক্কার, বললেন প্রিয়াঙ্কা

দেশে জনকেন্দ্রিক শাসনব্যবস্থা ফেরানোর পক্ষে সওয়াল রাহুল গান্ধির

ABOUT THE AUTHOR

...view details