নয়াদিল্লি, 20 নভেম্বর :বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করেছেন ৷ এবার ভারতীয় ভূখণ্ডে ‘চিনা দখলদারি’ নিয়েও সত্যিটা সামনে আনুন ৷ শনিবার ঠিক এভাবেই কেন্দ্রের সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Chinese occupation) ৷ রাহুল গান্ধির অভিযোগ, মোদি সরকার যেভাবে চিনের সঙ্গে তৈরি হওয়া সীমান্ত সমস্যাকে বাগে আনার চেষ্টা করছে, তা একেবারেই ভুল ৷ এর ফলে দেশের আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হচ্ছে ৷ অথচ কেন্দ্র এই ঘটনার সত্যতা স্বীকার করতেই রাজি নয় ৷
আরও পড়ুন :India-China Relation : সম্পর্কের অবনতিতে চিনকেই দায়ী করলেন জয়শঙ্কর
এদিন হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তাতে তিনি লেখেন, ‘‘এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত ৷’’ প্রসঙ্গত, শুক্রবারই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, সংসদের শীতকালীন অধিবেশনেই এই তিনটি আইন বাতিলের প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷ মোদি সরকারের এই পদক্ষেপ যে নাছোড় কৃষক আন্দোলনেরই ফসল, তা বলা বাহুল্য ৷ তবুও অবিজেপি দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করেই নিজের নিজের মতো করে এর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে ৷ যার ব্যতিক্রম নয় কংগ্রেসও ৷ রাহুল গান্ধিও এই প্রেক্ষাপটেই আবারও একবার চিনা দখলদারি নিয়ে সরব হলেন ৷