রাতলাম, 5 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না পুরীর পীঠাধিশ্বর জগদগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের মূর্তি স্পর্শ করবেন ৷ আর সেই অনুষ্ঠান শুধুমাত্র দেখতে এবং হাততালি দিতে আমি উপস্থিত থাকতে পারব না ৷" তিনি মধ্যপ্রদেশের রাতলামে হিন্দু রাষ্ট্র ধর্মসভার একটি অনুষ্ঠান থেকে এই বার্তা দেন ৷
বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "আমি ওই অনুষ্ঠানে যাব না ৷" তিনি উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ৷ শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, "আমন্ত্রণে জানানো হয়েছে আমি এবং শুধুমাত্র আমিই ওই অনুষ্ঠানে যেতে পারব ৷ এছাড়া আমাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি ৷ এ জন্য আমি যাব না ৷"
পুরীর শঙ্করাচার্য উল্লেখ করেন, এই মুহূর্তে দেশের রাজনীতিতে কোনও কিছুই ঠিক হচ্ছে না ৷ এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি ৷ ধর্মগুরু দাবি করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উৎস হিন্দু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন পুরীর শঙ্করাচার্য ৷ রামমন্দির উদ্বোধন নিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে কৃতিত্ব নিতে চাইছেন ৷"
তিনি বলেন, "আমি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাব না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামের মূর্তি স্পর্শ করবেন ৷ আর তা দেখে আমায় হাততালি দিতে হবে ৷ আমি এরকম কোনও অনুষ্ঠানের অংশ হতে চাই না ৷ কেন আমি হাততালি দিতে দিতে জয়ধ্বনি দেব ?"
আরও পড়ুন:
- রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
- 'ধর্ম নিয়ে রাজনীতি নয়', রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও থাকছেন না সীতারাম ইয়েচুরি
- মন্দির নয় যেন আস্ত নগর! দেখুন রামলালার আশপাশে কী কী থাকবে ?