পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Actor Deep Sidhu dies in Road Accident : পথ দুর্ঘটনায় লালকেল্লায় হামলায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু - পথ দুর্ঘটনায় লালকেল্লায় হামলায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু

2021-এর 26 জানুয়ারি লালকেল্লায় কৃষক বিক্ষোভের জেরে গোলমাল হয়েছিল, সেই ঘটনায় দীপ সিধু অভিযুক্ত ছিলেন (Deep Sidhu accused in Red Fort violence case) ৷ এর আগে তাঁকে দিল্লি পুলিশ গ্রেফতারও করেছিল ৷ তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেওয়া ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ তোলা হয় ৷ ফলে তাঁর মৃত্যুর খবর আসতেই হইচই পড়ে যায় ৷

punjabi-actor-deep-sidhu-accused-in-red-fort-violence-case-dies-in-road-accident
Actor Deep Sidhu dies in Road Accident : পথ দুর্ঘটনায় লালকেল্লায় হামলায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু

By

Published : Feb 16, 2022, 5:50 PM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি : পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি অভিনেতা দীপ সিন্ধুর (Punjabi Actor Deep Sidhu dies in Road Accident) ৷ মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানার সোনিপতের কাছে তাঁর মৃত্যু হয়েছে ৷ কুণ্ডলী-মানেসর-পালওয়াল সড়কে পিপলি টোলের কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয় ৷ হাসপাতালে আনার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তাঁর সঙ্গে একজন মহিলাও ছিলেন৷ তাঁর চিকিৎসা করা হয় ৷ মঙ্গলবার রাতে সোনিপতের পুলিশ সুপার জানিয়েছিলেন যে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷

সোনিপতের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ৷ দীপ সিধুর গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে ৷ ঘাতক গাড়ির চালককে চিহ্নিত করা গিয়েছে ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর 26 জানুয়ারি লালকেল্লায় কৃষক বিক্ষোভের জেরে গোলমাল হয়েছিল, সেই ঘটনায় দীপ সিধু অভিযুক্ত ছিলেন (Deep Sidhu accused in Red Fort violence case) ৷ এর আগে তাঁকে দিল্লি পুলিশ গ্রেফতারও করেছিল ৷ তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেওয়া ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ তোলা হয় ৷ ফলে তাঁর মৃত্যুর খবর আসতেই হইচই পড়ে যায় ৷ এই নিয়ে অনেকে চক্রান্তের অভিযোগও করা হয় ৷ এদিকে দীপ সিধুর ভাই সুরজিৎ সোনিপত পুলিশের কাছে ওই ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

আরও পড়ুন :গ্রেপ্তার সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা তাণ্ডবের 'মূল চক্রী' দীপ সিধু

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details