পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maneka Gandhi: মোদির নেতৃত্বে ভবিষ্যতে সমান হবেন সব নারী, এই মুহূর্তের জন্য গর্বিত: মানেকা - মানেকা গান্ধি

Maneka Gandhi on women equality: নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের ভবিষ্যতে সমান অংশ পাবে মহিলারা ৷ এই মুহূর্তের জন্য তিনি গর্বিত ৷ পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ কথা বললেন মানেকা গান্ধি ৷

Maneka Gandhi
মানেকা গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 12:31 PM IST

Updated : Sep 19, 2023, 1:38 PM IST

মানেকা গান্ধি

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর:সেই মুহূর্তের অংশ হতে পেরে তিনি গর্বিত যখন সরকার ভারতের ভবিষ্যতে সমান অংশ দিচ্ছে নারীদের । সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে এ কথা বললেন বিজেপি সাংসদ মানেকা গান্ধি ৷

মঙ্গলবার দেশের সংসদের সমৃদ্ধ উত্তরাধিকারের স্মরণে সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে মানেকা গান্ধি বলেন, "আমি এই মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সরকার গভীর শিকড়ে থাকা অসামঞ্জস্য মেরামত করেছে এবং ভারতের ভবিষ্যতে আমাদের সকল নারীকে সমান অংশ দেওয়ার উদ্যোগ নিয়েছে ।"

অতীতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সরকারের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগান এবং জন ধন ও উজ্জ্বলা যোজনার মতো সামাজিক প্রকল্পগুলির শক্তি সম্পর্কে কথা বলেছেন মানেকা । এ দিন সেন্ট্রাল হলের অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি জনগণকে নিছক পরিসংখ্যান হিসেবে দেখেননি, তাদের প্রয়োজনের আলোকে দেখেছেন । ব্যাংক অ্যাকাউন্ট খোলা, শৌচালয়ের প্রয়োজনীয়তাকে মর্যাদা দেওয়া, বাড়ির জলের কল, দরিদ্রদের জন্য ঘর তৈরি করা, গ্যাস সিলিন্ডার, যুবকদের ঋণ দেওয়া, তাঁদের দক্ষ করা, অতিমারির থেকে তাঁদের রক্ষা করা - এই সব প্রয়োজনকে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন বলে মত মানেকার ৷

আরও পড়ুন:নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি

লোকসভার সাংসদ হিসেবে প্রবীণতম মানেকা তাঁর স্বামী সঞ্জয় গান্ধির মৃত্যুর নয় বছর পরে সংসদে প্রবেশ করেছিলেন ৷ তখন তাঁর বয়স ছিল মাত্র 32 বছর ৷ এই সংসদ ভবনে তাঁর প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন তিনি । মানেকা বলেন, "আমি সাতজন প্রধানমন্ত্রীকে দেখেছি এবং মহান ইতিহাস গড়ে ওঠার সাক্ষী হয়েছি ।"

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন ৷ সোমবার সংসদের পুরনো ভবনে শেষবারের জন্য অধিবেশন বসে ৷ মঙ্গলবার থেকে অধিবেশন বসার কথা নতুন সংসদ ভবনে ৷ তার আগে মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ৷

Last Updated : Sep 19, 2023, 1:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details