নয়াদিল্লি, 2 নভেম্বর :পুলিশ আধিকারিকের উর্দি পরা এক তরুণী ৷ প্য়ারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে স্যালুট করছেন পুলিশেরই উচ্চপদস্থ এক কর্তাকে ৷ সেই আধিকারিকও তরুণী পুলিশ আধিকারিকের স্যালুট গ্রহণ করে তাঁকে পাল্টা স্যালুট দিচ্ছেন ৷ সোশ্যাল মিডিয়ায় আইটিবিপির (Indo-Tibetan Border Police) শেয়ার করা এই ছবিতেই মজেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা ৷ এর প্রধান কারণ, ছবিতে থাকা মানুষ দু’টি শুধুমাত্র কর্মসূত্রেই নয়, জড়িয়ে রয়েছেন রক্তের বন্ধনেও ৷ ছবিতে থাকা তরুণী আধিকারিক অন্যজনের মেয়ে ৷ যে পুলিশকর্তাকে তিনি স্যালুট করছেন, তিনি তাঁরই বাবা ! ছবির সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘গর্বিত বাবা স্যালুট নিচ্ছেন গর্বিত মেয়ের কাছ থেকে ৷’’
আরও পড়ুন :Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের
আপাতত সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে এই ছবি ৷ তথ্য বলছে, ছবিতে থাকা তরুণী আধিকারিকের নাম অপেক্ষা নিম্বাডিয়া (Apeksha Nimbadia) ৷ উত্তরপ্রদেশের মোরাদাবাদের ডা. বি আর আম্বেদকর পুলিশ অ্যাকাডেমি (Dr B R Ambedkar Police Academy) থেকে স্নাতক হয়েছেন তিনি ৷ তাঁর বাবা এ পি এস নিম্বাডিয়া (A P S Nimbadia) আইটিবিপি-র (ITBP) একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ৷ স্নাতক হওয়ার পর পাসিং আউট প্যারেডে অংশ নেন অপেক্ষা ৷ সেই অনুষ্ঠানেই প্রোটোকল মেনে বাবাকে স্য়ালুট করতে দেখা যায় তাঁকে ৷
আরও পড়ুন :Gandhi Maidan Blast Case : আট বছর আগে পটনার গান্ধি ময়দান বিস্ফোরণ কাণ্ডে ফাঁসির সাজা চারজনের
পড়াশোনার পাট শেষ হওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে যোগ দেবেন অপেক্ষা ৷ সূত্রের খবর, পুলিশের চাকরি তাঁর পরিবারের অঙ্গ ৷ অপেক্ষা তৃতীয় প্রজন্মের প্রতিনিধি, যিনি পুলিশের চাকরি করতে চলেছেন ৷ আইটিবিপির তরফে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে অপেক্ষার আরও দু’টি ছবি শেয়ার করা হয়েছে ৷ একটিতে অপেক্ষার সঙ্গে রয়েছেন তাঁর মা বিমলেশ নিম্বাডিয়া ৷ অন্যটিতে রয়েছে বাবা-মেয়ের পরস্পরের প্রতি হাসিমুখের ছবি ৷