পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Prostitution Racket in Goa : গোয়ায় পতিতাচক্রের হদিস, টেলিভিশন অভিনেত্রী-সহ 3 মহিলা উদ্ধার

গোয়ার পানাজি থেকে একটি পতিতাচক্রের দালালকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা (Prostitution Racket Busted in Goa) ৷ সেই সঙ্গে 3 মহিলাকে উদ্ধার করা হয়েছে (TV Actor Among Three Rescued from Racket) ৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন টেলিভিশন অভিনেত্রী ৷ পুলিশ হাফিজ সৈয়দ বিলাল নামে এক দালালকে গ্রেফতার করেছে ৷

Prostitution Racket Busted in Goa TV Actor Among Three Rescued
Prostitution Racket Busted in Goa TV Actor Among Three Rescued

By

Published : Mar 19, 2022, 3:57 PM IST

পানাজি (গোয়া), 19 মার্চ : গোয়ায় পতিতাচক্রের পর্দা ফাঁস (Prostitution Racket Busted in Goa) ৷ এক টেলিভিশনের অভিনেত্রী-সহ 3 মহিলাকে উদ্ধার করল গোয়া পুলিশ ৷ পানাজি জেলার সানগোলদা গ্রামের ঘটনায় চক্রের এক দালালকে গ্রেফতার করেছে গোয়া ক্রাইম ব্রাঞ্চ ৷ সূত্রের খবর, গ্রেফতার হওয়া দালাল হায়দরাবাদের বাসিন্দা ৷ তাঁর নাম হাফিজ সৈয়দ বিলাল ৷

গোয়া ক্রাইম ব্রাঞ্চের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন বিলাল পতিতাবৃত্তি চক্রের দালালির কাজ করে ৷ আর গোয়ায় পতিতাবৃত্তির বড় একটা চক্র কাজ করছে ৷ খবর অনুযায়ী, এক পুলিশ আধিকারিক খদ্দের সেজে বিলালকে ফোন করে 3টি মেয়েকে হোটেলে পাঠাতে বলেন ৷ 50 হাজার টাকায় চুক্তি করা হয় ৷ সেই মতো 3 মহিলাকে নিয়ে হাফিজ সৈয়দ বিলাল হোটেলে পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : Honeycomb Siliguri : সেলুনের আড়ালে দেহব্যবসা, গ্রাহক সেজে পর্দাফাস পুলিশের

জেরায় বিলাল পতিতচক্র চালানোর কথা স্বীকার করেছে ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন মহিলার মধ্যে একজন টেলিভিশনের অভিনেত্রী (TV Actor Among Three Rescued from Racket) ৷ তাঁরা হায়দরাবাদ, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের থানে জেলার ভিরারের বাসিন্দা ৷ তাঁদের প্রত্যেকের বয়স 30-37 বছরের মধ্যে ৷ পুলিশ হাফিজ সৈয়দ বিলালের বিরুদ্ধে মানবপাচার, মানবপাচারের পর জোর করে বেআইনি কাজ করানো এবং জোর করে দেহ ব্যবসা করানো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details