নয়াদিল্লি, 6 জানুয়ারি : তিহার জেলে আত্মহত্যার চেষ্টা করল 5 বন্দি ৷ 3 নম্বর সেলে বন্দি ছিল তারা ৷ ধারালো অস্ত্র দিয়ে নিজেদের আঘাত করে জীবনহানির চেষ্টা করে বন্দিরা ৷ কিন্তু জেল কর্মচারীরা তাদের বাঁচিয়ে ফেলে ৷ আপাতত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিহার জেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে (Prisoners attempt suicide in Tihar Jail) ৷
সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে 3 জানুয়ারি ৷ 3 নম্বর জেলের 1 নম্বর ওয়ার্ডের 5 জন বন্দি প্রথমে ধারালো অস্ত্র দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করে ৷ এরপর নিজেদের ওয়ার্ডের ভিতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ এমন সময় জেলে কর্তব্যরত কর্মচারীরা তা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের বের করে আনেন ৷ 5 জনকে হাসপাতালে পাঠানো হয় ৷ এক বন্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷