পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য উপদেষ্টা পিকে সিনহা ৷ প্রাক্তন এই ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর দফতরে 18 মাস কর্মরত ছিলেন ৷

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার

By

Published : Mar 16, 2021, 8:59 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ : পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য উপদেষ্টা পিকে সিনহা ৷ প্রাক্তন এই ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর দফতরে 18 মাস কর্মরত ছিলেন ৷ জানা গিয়েছে যে, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছন ৷ কিন্তু সত্যিই কি তাই ! কারণ, তাঁকে প্রধানমন্ত্রীর খুব নির্ভরযোগ্য় বলে মনে করা হত ৷ সরকারি একটি সূত্রের দাবি, 2019 সালে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদ তৈরি করা হয়েছিল ৷

1977 সালের উত্তর প্রদেশের ক্যাডার এই আইপিএস পিকে সিনহা অত্যন্ত অভিজ্ঞ একজন আমলা ৷ তিনি চার বছর ক্যাবিনেট সচিব ছিলেন৷ সবচেয়ে বেশি সময় তিনি ক্যাবিনেট সচিব ছিলেন ৷ এর জন্য তিনবার তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷

আরও পড়ুন :ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে লোকসভায় মুলতবি প্রস্তাব আনল কংগ্রেস

মোদির প্রথম দফার প্রধানমন্ত্রিত্বের সময় তিনি ছিলেন ক্যাবিনেট সচিব৷ 2019 সালে তিনি অবসর নেন ৷ তখন দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরেন মোদি ৷ তার পর তাঁকে প্রধানমন্ত্রীর দফতরে অফিসার অন স্পেশাল ডিউটি করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details