নয়াদিল্লি, 2 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Alert) স্থলভাগে আছড়ে পড়ার আগেই সতর্ক সরকার ও প্রশাসন ৷ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব ও তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi meeting on Cyclone Jawad) ৷
আরও পড়ুন :Cyclone Jawad Alert : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা
সূত্রের দাবি, কবে, কোথায় এবং কখন এই ঘূর্ণিঝড় ভারতীয় ভূখণ্ডে আছড়ে পড়বে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য পেশ করেন আবহাওয়া দফতরের আধিকারিকরা ৷ তাঁরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, আগামী শুক্রবার অর্থাৎ 3 ডিসেম্বর (আগামিকাল) কেন্দ্রীয় বঙ্গোপসাগরের উপর তৈরি হবে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ তারপর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড় ৷ ভারতীয় জলবায়ু বিভাগের টুইটার হ্যান্ডেলেও এদিন এই তথ্য পেশ করা হয়েছে ৷
তবে হিসাব বলছে, ওড়িশা উপকূলের মাটি ছুঁতে ছুঁতে জাওয়াদের 4 ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে ৷ এই পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে ওড়িশা সরকার ৷ রাজ্যের পক্ষ থেকে সংশ্লিষ্ট 13টি জেলার জেলাশাসককে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ বিপদ বুঝলে আগেভাগেই এই এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ৷ যাতে দরকার পড়লে সময় মতো উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া যেতে পারে ৷
আরও পড়ুন :West Bengal Weather Update : ঘূর্ণিঝড় Jawad-এর ভ্রুকুটিতে ডিসেম্বরে বঙ্গে ঝড়বৃষ্টির অনুপ্রবেশ
আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ এর জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ৷ সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর জারি হয়েছে সাময়িক নিষেধাজ্ঞা ৷