পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ কোবিন্দ-মোদি-মমতার

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "ঈশ্বরদত্ত অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি ৷ যাতে মুগ্ধ হয়েছে সমস্ত প্রজন্মের দর্শক ৷"

s
s

By

Published : Jul 7, 2021, 10:25 AM IST

Updated : Jul 7, 2021, 10:46 AM IST

নয়া দিল্লি, 7 জুলাই : আজ সকালে প্রয়াত হয়েছেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ বয়সজনিত অসুস্থায় ভুগছিলেন তিনি ৷ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে 98 বছরে বয়সে মৃত্যু হয় তাঁর ৷ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে বলিউড শোকের ছায়া নেমেছে ৷ বলিউডের সর্বকালের অন্যতমে সেরা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও ৷ টুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "দিলীপ কুমারজিকে সিনেমা জগতের একজন কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে ৷ ঈশ্বরদত্ত অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি ৷ যাতে মুগ্ধ হয়েছে সমস্ত প্রজন্মের দর্শক ৷ তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতে এক বড় ক্ষতি ৷ সমবেদনা রইল তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি ৷"

হিন্দি সিনেমার কালজয়ী অভিনেতার প্রতি টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটে তিনি লেখেন, "দিলীপ কুমার নিজের মধ্যে উদীয়মান ভারতের ইতিহাসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন ৷ তাঁর অভিনয়ের উষ্ণতা সমস্ত সংকীর্ণ সীমা অতিক্রম করেছিল ৷ তিনি উপমহাদেশের ভালবাসার পাত্র হয়ে উঠেছিলেন ৷ তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল ৷ চিরকাল ভারতের হৃদয়ে থাকবেন দিলীপ সাহাব ৷ সমবেদনা জানাই পরিবার ও অগুন্তি ভক্তদের ৷"

আরও পড়ুন: Dilip Kumar : প্রয়াত দিলীপ কুমার

দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা টুইট করেন, "বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারজির মৃত্যুর খবর জেনে গভীরভাবে বেদনাহত ৷ তাঁর অননুকরণীয় অভিনয়ের প্রকরণ সিনেমা অনুরাগীদের হৃদয়ে প্রথিত থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে ৷ আমার হৃদয়ের সমবেদনা রইল সায়রা বানু, তাঁর পরিবার ও দিলীপ কুমারের কোটি কোটি ভক্তিদের প্রতি ৷"

Last Updated : Jul 7, 2021, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details