পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Year 2023: নববর্ষ জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনুক, 23-এ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতির

আজ ইংরাজি নববর্ষ (New Year 2023)৷ 2022 সালকে বিদায় জানিয়ে শুরু 2023 সালের পথ চলা ৷ এই মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Etv Bharat
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

By

Published : Jan 1, 2023, 10:44 AM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ টুইট করে বর্ষবরণে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠান তিনি (President Murmu greets people on New Year 2023)৷

সেই বার্তায় তিনি লেখেন, "নববর্ষে সমগ্র দেশবাসী ও বিদেশে অবস্থিত সকল ভারতীয়দের আমার হৃদয় ভরা শুভেচ্ছা ৷ নতুন বছর আমাদের সকলের জীবনে নতুন শক্তি, নতুন আনন্দ ও সাফল্য নিয়ে আসুক ৷ আসুন আমরা জাতির ঐক্য, অখণ্ডতা ও উন্নয়নে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করার সংকল্প করি ৷ আমি 2023 সালে আমাদের গৌরবময় জাতি এবং জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি ৷" সকালেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ।

নতুন বছর শুরুর মুহূর্তে দেশের প্রায় সব জায়গাতেই চলছে উৎসব । পাশাপাশি নতুন বছর যাতে সবার খুব ভালো কাটে তার জন্য মন্দিরে মন্দিরে চলছে প্রার্থনা । কলকাতার বেলুড় থেকে দক্ষিণেশ্বর সব জায়গাতেই সকাল থেকে মানুষের ঢল। সামনের দিন গুলো যাতে ভালোভাবে কাটে সকলে সেই কামনাই করছেন। করোনার প্রকোপ কেটে গিয়েছে এমন ভাবার বিশেষ কোনও কারণ নেই । বেশ কিছু দিন নিয়ন্ত্রণে থাকলেও আচমকাই বিশ্বের বিভিন্ন প্রান্তে সংক্রমণ বাড়ছে । চিনের পরিস্থিতি বেশ খানিকটা উদ্বেগজনক । ভারতে এখনও তেমন কোনও পরিস্থিতি নেই । তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করেন ভারতের পরিস্থিতি জটিল না হলেও সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে পুরোমাত্রায়। আর সেভাবেই দেশের বিভিন্ন প্রান্তে উৎসব পালিত হচ্ছে । বিশেষ কয়েকটি নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকারও। তবে আপাতত সংক্রমণ কম বলে অনেকেই রাস্তায় বেরিয়েছেন । কলকাতার প্রায় সবকটি পার্ক থেকে শুরু করে সিনেমা হলে ব্যাপক ভিড় । আর সেই আবহেই দেশকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন :PM Modi New Year Wish: স্বাগত 2023, দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details