পানাজি, 31 জুলাই: স্বামী মারা গেলে তাঁর সম্পত্তির অধিকার স্বাভাবিক ভাবেই স্ত্রীয়ের ৷ পর্তুগিজ জমানার আইনে এমনটাই বলা আছে ৷ সম্পত্তি হস্তান্তরের জন্য আলাদা কোনও আইনি প্রক্রিয়ার দরকার নেই ৷ গোয়ায় নিজের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জইশের বিরুদ্ধে ওঠা বেআইনি পানশালা চালানোর অভিযোগের বিরুদ্ধে এই আইনই উঠে এল (Portuguese Era Code defends Smriti Irani over Silly Souls Goa Cafe controvery) ৷
সৈকত রাজ্য গোয়ায় স্মৃতি ইরানির মেয়ে জইশের রেস্তোরাঁ ও পানশালাকে (Silly Souls Goa Cafe & Bar) ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ 'সিলি সোলস গোয়া ক্যাফে অ্যান্ড বার' নামক ওই রেস্তোরাঁটির লাইসেন্স অ্যান্থনি ডি গামার নামে, যিনি 2021-এ মারা গিয়েছেন ৷ এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরটিআই কর্মী তথা আইনজীবী রডরিগেজ (Aires Rodrigues) ৷ তিনি রাজ্যের আবগারি দফতরের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এই পানশালার বিরুদ্ধে তদন্তের দাবি জানান ৷ আইনজীবীর বক্তব্য, স্থানীয় আবগারি আধিকারিক এবং আসাগাও গ্রাম পঞ্চায়েতও এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ৷ স্মৃতি জুবিন ইরানির পারিবারিক এই পানশালাটি অবৈধভাবে চালানোয় তাঁদের মদত রয়েছে ৷ রডরিগেজ আরটিআই করা একটি নথিও পাঠান সংশ্লিষ্ট দফতরে ৷ এরপরই কমিশনারের তরফে শোকজ নোটিশ পাঠানো হয় স্মৃতি ইরানির মেয়েকে ৷
আরও পড়ুন: স্মৃতি-কন্যার মানহানি ! কংগ্রেসের 3 নেতাকে সমন দিল্লি হাইকোর্টের
শুক্রবার, 29 জুলাই প্রথম শুনানিটি হয় কমিশনার নায়ারণ গাডের তত্ত্বাবধানে ৷ সেখানে মৃত অ্যান্থনি ডি গামার পরিবার জানায়, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার এবং এরসঙ্গে অন্য কারও যোগাযোগ নেই ৷ তাঁদের পক্ষের আইনজীবী বেনি নাজারেথ (Advocate Benny Nazareth) সাংবাদিকদের বলেন, "পর্তুগিজ সিভিল কোড অনুযায়ী স্বামী মারা গেলে উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির মালিক হন জীবিত সঙ্গী ৷ অ্যান্থনির মৃত্যুর পর এই রেস্তোরাঁ এবং বারের লাইসেন্স পুনর্নবীকরণ করেন তাঁর পরিবারের সদস্যরা ৷"
যদিও আইনজীবী রডরিগেজ আবগারি কমিশনারের কাছে উল্লেখ করেন, অ্যান্থনির হয়ে এই লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়েছিল তাঁর মারা যাওয়ার এক বছরেরও বেশি সময় আগে ৷ অ্যান্থনি ডিগামার ছেলে ডিনও (Dean) এদিন উপস্থিত ছিলেন ৷ তবে তাঁরা আইনজীবী রডরিগেজের তত্ত্বকে উড়িয়ে দিয়ে পর্তুগিজ আইনের যুক্তিতেই অটল থাকেন ৷ প্রয়াত অ্যান্থনি ডিগামার স্ত্রী মার্লিন আইনজীবী রডরিগেজের অভিযোগ খারিজ করে কমিশনারের কাছে চিঠি দিয়েছেন ৷
আগামী শুনানি 22 অগস্ট ৷ এবার আবগারি কর্তৃপক্ষের নজরে দু'টি বিষয় গুরুত্বপূর্ণ ৷ এক, এই আবগারি লাইসেন্সটি কোনও ভুয়ো, যথেষ্ট প্রমাণহীন কাগজপত্র এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে পাওয়া কি না ৷ দ্বিতীয়, লাইসেন্স পুনর্নবীকরণের সরকারি প্রক্রিয়ায় আবগারি আধিকারিকদের কারও কোনও গাফিলতি রয়েছে কি ?
আরও পড়ুন:"রাহুল গান্ধিকে আমেঠিতে পাঠান, ফের ধুলোয় মিশিয়ে দেব", অবৈধ পানশালা বিতর্কে হুমকি 'মা' স্মৃতির