চেন্নাই, 4 ফেব্রুয়ারি: প্রয়াত 'আধুনিক ভারতের মীরা' বাণী জয়রাম । মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর । শনিবার নুঙ্গামবাক্কামে নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি । সদ্য পদ্মভূষণে সম্মানিত হওয়া বাণীর মৃত্যুতে রহস্য ঘনিয়েছে (Popular playback singer Vani Jayaram passes away) । তাঁর কপালে আঘাত রয়েছে ।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবেই জনপ্রিয় বাণী জয়রাম । দেশের নামজাদা সুরকারদের প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছেন তিনি । তামিল, হিন্দি, উর্দু, মারাঠি, বাংলা, তেলুগু, কন্নড়, মালয়ালম, ভোজপুরি, টুলু এবং ওড়িয়া ভাষায় গান গেয়েছেন তিনি । তিনবার শ্রেষ্ঠ মহিলা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি । সম্প্রতি পেশাদার গায়িকা হিসাবে 50 বছর পূর্ণ করেছিলেন তিনি ।
ভেলোরে জন্ম এই প্রবাদপ্রতীম শিল্পীর । ১৯৭১ সালে প্রথম প্লে-ব্যাক করেন তিনি । জয়া বচ্চন অভিনীত গুড্ডি সিনেমায় প্রথম গান করেন তিনি । 19টি ভাষায় সহস্রাধিক সিনেমাতে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি । দেশে শুধু নয়, বিদেশেও অসংখ্যবার একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন । মাতিয়েছেন হাজার হাজার শ্রোতাকে ।