পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেড় বছরের সন্ধানেও মিলল না গুপ্তধন, সাতজনের ঠাঁই হল শ্রীঘরে

পুলিশ জানিয়েছে, আলিপিরির সেশাচালাম জঙ্গলে ওই সাত জন একটি সুড়ঙ্গ খুঁড়ছিল ৷ সুড়ঙ্গের ওপারে গুপ্তধন আছে ৷ আর সেটা পেতেই তারা সুড়ঙ্গ খুঁড়ছিল ৷ এই কাজ তারা গত দেড় বছর ধরে করছিল ৷

দেড় বছরের সন্ধানেও মিলল না গুপ্তধন, সাতজনের ঠাঁই হল শ্রীঘরে
দেড় বছরের সন্ধানেও মিলল না গুপ্তধন, সাতজনের ঠাঁই হল শ্রীঘরে

By

Published : May 18, 2021, 6:20 PM IST

তিরুমালা (অন্ধ্রপ্রদেশ), 18 মে : গুপ্তধনের সন্ধান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল সাত জন ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আলিপিরিতে ৷ সোমবার সেখানকার পুলিশ ওই সাতজনকে গ্রেফতার করে ৷

পুলিশ জানিয়েছে, আলিপিরির সেশাচালাম জঙ্গলে ওই সাত জন একটি সুড়ঙ্গ খুঁড়ছিল ৷ সুড়ঙ্গের ওপারে গুপ্তধন আছে ৷ আর সেটা পেতেই তারা সুড়ঙ্গ খুঁড়ছিল ৷ এই কাজ তারা গত দেড় বছর ধরে করছিল ৷

পুলিশের তরফে জানানো হয়েছে যে আলিপিরির মঙ্গলম এলাকায় কয়েকজন সন্দেহজনক কাজ করছে ৷ এমন খবর পেয়েই তারা সেখানে হানা দিয়েছিল ৷ তার পর ওই কয়েকজন আটক করা হয় ৷ তার পর জেরার সময় গুপ্তধনের বিষয়টি সামনে আসে ৷

আরও পড়ুন :শিশুদের ভালোর জন্য ঘুম ভাঙবে মোদি ‘সিস্টেম’-এর, আশাবাদী রাহুল

ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে ঘটনাস্থলে অভিযান চালায় ৷ সেখানে গিয়ে দেখে সত্যিই সুড়ঙ্গ খোঁজার কাজ চলছে ৷ তার পর বাকিদের ধরা হয় ৷ পুলিশের দাবি, ইতিমধ্যেই ওই সাতজন 80 ফুটের সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে ৷

কিন্তু প্রশ্ন উঠছে যে সেখানে যে গুপ্তধন রয়েছে, এমন কথা ওই ধৃতরা জানল কীভাবে ?

পুলিশের দাবি, সেই কাহিনিও যথেষ্ট মজাদার৷ ধৃতদের মধ্যে একজনের নাম মনকুনায়ুডু ৷ তিনি 2014 সালে তিরুপতিতে বসবাস শুরু করেন ৷ তার আগে তিনি থাকতেন অঙ্কাপাল্লেতে ৷ তিনি একজন চিত্রশিল্পী ৷ তিরুপতিতে তাঁর সঙ্গে দেখা হয় এক স্বঘোষিত ধর্মগুরু রামাস্বামী ৷ নেল্লোরের ওই ধর্মগুরু মনকুনায়ুডুকে জানান যে তিরুমালা পর্বতের নিচে গুপ্তধন আছে ৷

আরও পড়ুন :করোনায় মা-বোনকে হারানো বেদার পাশে বোর্ড, ধন্যবাদ ক্রিকেটারের

তার পর থেকেই ছ’জনকে সঙ্গে নিয়ে গুপ্তধনের সন্ধানে নামেন ওই ব্যক্তি ৷ এদিকে রঙ্গস্বামীর মৃত্যু মাস ছয়েক আগে ৷ যদিও তার পরও গুপ্তধনের সন্ধান শেষ হয়নি ৷ যা সোমবার থামল পুলিশি হস্তক্ষেপে ৷

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷ সত্যিই কি সেখানে গুপ্তধন রয়েছে কি না, তার খোঁজ অনেকেই করছেন ৷ পুলিশও গোটা বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন :তখতে ভাসল অফিস, কর্মীদের সঙ্গে ওয়ারড্রোব শেয়ার অমিতাভের

ABOUT THE AUTHOR

...view details