নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: নাম না করে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বুধবার লোকসভায় ভাষণ দেওয়ার তিনি আক্রমণ শানান এই কংগ্রেস (Congress) সাংসদের বিরুদ্ধে ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য, মঙ্গলবার লোকসভায় এমন কিছু ভাষণ শোনা গিয়েছিল, যা তাঁদের (কংগ্রেসের) ইকোসিস্টেমের দ্বারা প্রশংসিত হয়েছিল ৷ আর সেই ভাষণের পর তাঁর হয়তো রাতে ভালো ঘুম হয়েছে ৷ হয়তো তিনি সময় মতো ঘুম থেকে উঠতেও পারেননি ৷
বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ (President Speech in Budget Session) নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সংসদে ৷ মঙ্গলবার লোকসভায় সেই প্রস্তাব নিয়ে ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ আর বুধবার সব শেষে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ মঙ্গলবার রাহুল গান্ধি সরাসরি নিশানা করেছিলেন প্রধানমন্ত্রীকে ৷ আদানি বিতর্কের (Adani Controversy) প্রসঙ্গ টেনেই তিনি সরব হয়েছেন মোদির বিরুদ্ধে ৷
কিন্তু বুধবার বিকেল চারটে নাগাদ যখন প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন, তখন রাহুল লোকসভায় উপস্থিত ছিলেন না ৷ আর তার প্রেক্ষিতেই মোদি এই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে ৷ পরে যদিও রাহুল লোকসভায় পৌঁছান ৷ আর প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজের আসনেই উপস্থিত থেকে সবকিছু শুনেছেন ৷
এদিন ভাষণের শেষদিকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রসঙ্গ টেনেছেন ৷ অবশ্যই তিনি কংগ্রেসের ওই কর্মসূচির নাম উল্লেখ করেননি ৷ সম্প্রতি ওই যাত্রা জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শেষ হয়েছে ৷ তার আগে লালচকে জাতীয় পতাকা তুলতে দেখা গিয়েছে রাহুলকে ৷ আর মোদি মনে করিয়ে দিয়েছেন গত শতাব্দীর নয়ের দশকের কথা ৷ তাঁর দাবি, সেই সময় জঙ্গিদের হুমকি উপেক্ষা করেই লালচকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ৷ কিন্তু এখন কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ৷ সেখানে মানুষ শান্তিতে সিনেমাও দেখতে যেতে পারে ৷