পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi jibe at Rahul: অনুগামীদের কাছে ভাষণের প্রশংসা শুনে ঘুম ভাঙছে না, নাম না করে রাহুলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে বলতে গিয়ে বুধবার লোকসভায় রাহুল গান্ধির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi jibe at Rahul) ৷ তবে একবারও তিনি রাহুলের নাম করেননি ৷

By

Published : Feb 8, 2023, 6:21 PM IST

PM Modi jibe at Rahul
PM Modi jibe at Rahul

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: নাম না করে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বুধবার লোকসভায় ভাষণ দেওয়ার তিনি আক্রমণ শানান এই কংগ্রেস (Congress) সাংসদের বিরুদ্ধে ৷ প্রধানমন্ত্রীর বক্তব্য, মঙ্গলবার লোকসভায় এমন কিছু ভাষণ শোনা গিয়েছিল, যা তাঁদের (কংগ্রেসের) ইকোসিস্টেমের দ্বারা প্রশংসিত হয়েছিল ৷ আর সেই ভাষণের পর তাঁর হয়তো রাতে ভালো ঘুম হয়েছে ৷ হয়তো তিনি সময় মতো ঘুম থেকে উঠতেও পারেননি ৷

বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ (President Speech in Budget Session) নিয়ে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সংসদে ৷ মঙ্গলবার লোকসভায় সেই প্রস্তাব নিয়ে ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ আর বুধবার সব শেষে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ মঙ্গলবার রাহুল গান্ধি সরাসরি নিশানা করেছিলেন প্রধানমন্ত্রীকে ৷ আদানি বিতর্কের (Adani Controversy) প্রসঙ্গ টেনেই তিনি সরব হয়েছেন মোদির বিরুদ্ধে ৷

কিন্তু বুধবার বিকেল চারটে নাগাদ যখন প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন, তখন রাহুল লোকসভায় উপস্থিত ছিলেন না ৷ আর তার প্রেক্ষিতেই মোদি এই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে ৷ পরে যদিও রাহুল লোকসভায় পৌঁছান ৷ আর প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজের আসনেই উপস্থিত থেকে সবকিছু শুনেছেন ৷

এদিন ভাষণের শেষদিকে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রসঙ্গ টেনেছেন ৷ অবশ্যই তিনি কংগ্রেসের ওই কর্মসূচির নাম উল্লেখ করেননি ৷ সম্প্রতি ওই যাত্রা জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে শেষ হয়েছে ৷ তার আগে লালচকে জাতীয় পতাকা তুলতে দেখা গিয়েছে রাহুলকে ৷ আর মোদি মনে করিয়ে দিয়েছেন গত শতাব্দীর নয়ের দশকের কথা ৷ তাঁর দাবি, সেই সময় জঙ্গিদের হুমকি উপেক্ষা করেই লালচকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ৷ কিন্তু এখন কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক ৷ সেখানে মানুষ শান্তিতে সিনেমাও দেখতে যেতে পারে ৷

এদিন রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর ভাষণ নিয়েও বিরোধীদের বিঁধেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘রাষ্ট্রপতির ভাষণ যখন চলছিল, তখন কিছু সদস্য তা এড়িয়ে যান । একজন নেতা তো রাষ্ট্রপতিকে অপমান করেছেন । তাঁরা তফশিলি উপজাতির বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করেছেন । টিভিতে যখন এই ধরনের কথা বলা হয়, তখন ভেতরের গভীরে ঘৃণার অনুভূতি বেরিয়ে আসে । পরে চিঠি লিখে আত্মরক্ষার চেষ্টা করা হয়েছে ৷’’

এদিনের ভাষণে ভারতীয় অর্থনীতির কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর মুখে ৷ ভারত যে এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি সেটাও উল্লেখ করেছেন তিনি ৷ মোদি বলেন, ‘‘যুদ্ধের কারণে বেশ কয়েকটি দেশ অস্থিতিশীলতায় ভুগছে । আমাদের প্রতিবেশী-সহ আরও বেশ কয়েকটি দেশ মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও খাদ্য নিরাপত্তার অভাবের সম্মুখীন হচ্ছে । কঠিন সময়ের মধ্যে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ৷’’

দৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, এতে ভারতের সম্মান বেড়েছে ৷ বর্তমান রাষ্ট্রপতিকে দেখে ভারতের মেয়েরাও অনুপ্রাণিত হচ্ছেন ৷ তাঁর কথায়, ‘‘আমি রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জানাই । আগেও সুযোগ পেয়েছি । তবে এবার ধন্যবাদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানাতে চাই । তাঁর দূরদর্শী ভাষণে রাষ্ট্রপতি আমাদের ও কোটি কোটি ভারতীয়কে পথ দেখিয়েছেন । প্রজাতন্ত্রের প্রধান হিসেবে তাঁর উপস্থিতি ঐতিহাসিক ৷ পাশাপাশি দেশের কন্যা ও বোনদের জন্য অনুপ্রেরণাদায়ক ৷’’ তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের গর্ব বাড়িয়েছেন । আজ, স্বাধীনতার কয়েক বছর পর, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গর্ববোধ ও তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে । এই জাতি এবং সংসদ তার জন্য কৃতজ্ঞ ৷’’

আরও পড়ুন:ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কংগ্রেসের ধ্বংস নিয়ে পড়ানো হবে, লোকসভায় তোপ মোদির

ABOUT THE AUTHOR

...view details