নয়াদিল্লি, 22 জুলাই: ‘ফোন ব্যাংকিং দুর্নীতি’র অভিযোগে আগের ইউপিএ সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রের আয়োজিত ‘রোজগার মেলা’-তে অংশ নিয়ে এই ইস্যুতে কংগ্রেসের সরকারকে নিশানা করেন তিনি ৷ নরেন্দ্র মোদি বলেন, ‘‘ফোন ব্যাংকিং দুর্নীতি' ছিল আগের সরকারের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলির মধ্যে একটা ৷ যা দেশের ব্যাংকিং ব্যবস্থার শিরদাঁড়া ভেঙে দিয়েছিল ৷’’ আজ দেশের 44টি শহরে ‘রোজগার মেলা’র আয়োজন করা হয়েছে ৷ যেখানে ভার্চুয়ালি অংশ নেন মোদি ৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে 70 হাজারের বেশি নতুন-নিয়োগ করা হয়েছে ৷ এ দিন তাঁদের ভার্চুয়ালি নিয়োগপত্র দেওয়া হয়েছে এই রোজগার মেলা থেকে ৷
এ দিনের ভাষণে মোদি 10 বছর আগে দেশের ব্যাংকিং ব্যবস্থার কথা তুলে ধরেন ৷ অভিযোগ করেন, ভারতের সব রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি আগে হাজার হাজার কোটি টাকার লোকসানে চলত ৷ এমনকি ‘নন-পারফর্মিং অ্যাসেট’-এর ভাণ্ডার ছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু, বর্তমানে সেই সব রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলিই রেকর্ড পরিমাণ লাভের মুখ দেখছে বলে দাবি করেছেন তিনি ৷ আর এর জন্য পূর্বতন সরকারের ‘ফোন ব্যাংকিং দুর্নীতি’-কে দায়ী করেছেন মোদি ৷ যার ফলে দেশের ব্যাংক ব্যবস্থার শিরদাঁড়া ভেঙে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি ৷