জালাউন (উত্তরপ্রদেশ), 16 জুলাই : বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন হল শনিবার ৷ উত্তরপ্রদেশের জালাউন থেকে এই উদ্বোধনের পর বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বিরোধীদের বিরুদ্ধে মোদির অভিযোগ, ভোট নেওয়ার জন্য মিষ্টি বিতরণের সংস্কৃতি (বিনামূল্যে কিছু পাইয়ে দেওয়া)-র রীতি ছিল ৷ এটা বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি ৷
উত্তরপ্রদেশের এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে চিত্রকূটের সঙ্গে লখনউ-আগরা এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে ৷ 2020 সালের ফেব্রুয়ারিতে এই এক্সপ্রেসওয়ের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী ৷ প্রায় আড়াই বছর পর শনিবার উদ্বোধন করলেন তিনি ৷
উদ্বোধনের পর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মিষ্টি বিতরণের এই সংস্কৃতি দেশের উন্নয়নের জন্য খুবই ভয়ঙ্কর ৷ যাঁরা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাঁরা কেউ নতুন এক্সপ্রেসওয়ে, নতুন বিমানবন্দর বা ডিফেন্স করিডর তৈরি করবে না ৷ তাই আমাদের এই সংস্কৃতিকে হারাতে হবে ৷ দেশের রাজনীতি থেকে এই মিষ্টি বিতরণের সংস্কৃতি বাদ দিতে হবে ৷’’ কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার একসঙ্গে রাজ্যের ভবিষ্যৎ বদল করা হচ্ছে ৷