নয়াদিল্লি, 4 মার্চ: পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিচ্ছে ভারত ৷ তাতে 2047 সালের মধ্যে ভারত দুনিয়ায় উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরিকাঠামো এবং বিনিয়োগের উপর বাজেট-পরবর্তী ওয়েবিনার (Post Budget Webinar) চলছে ৷ সেখানে প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট পরিকাঠামো সেক্টরকে যথেষ্ট জোর দেওয়া হয়েছে ৷ তিনি বলেন, "অর্থনীতির চালিকা শক্তি পরিকাঠামো উন্নয়ন ৷ এই পথে চলে 2047 সালে ভারত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে ৷" পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের উপরেও জোর দেন মোদি ৷ এ প্রসঙ্গে তিনি জানান, এটি উন্নয়নের গতি বাড়াতে সাহায্য করবে ৷
এদিন ওয়েবিনারে মোদি জানান, 2014 সালের আগে জাতীয় সড়ক নির্মাণের গড় বার্ষিক পরিমাণ যা ছিল, তার তুলনায় এখন প্রায় দ্বিগুণ হয়েছে ৷ এ নিয়ে ইউপিএ জমানার কংগ্রেস সরকারকে আক্রমণ করেন মোদি ৷ তিনি জানান, এটা দুর্ভাগ্যজনক যে, স্বাধীনতা-পরবর্তী সময়ে আধুনিক পরিকাঠামোর সম্প্রসারণ হয়নি ৷ রাজ্য সরকারগুলিরও আধুনিক পরিকাঠামোকে গুরুত্ব দেওয়া উচিত ৷ এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি তুলে ধরেন তিনি ৷ রাস্তা, রেল, বন্দর এবং বিমানবন্দরের মতো সব সেক্টরে আধুনিক পরিকাঠামো উন্নয়নকে উৎসাহিত করছে মোদি সরকার, শনিবার দাবি করেন প্রধানমন্ত্রী ৷ এতে ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে এবং জিনিসপত্র পরিবহণের খরচ কমবে ৷