নয়াদিল্লি, 10 মার্চ: মোদি জমানায় ভারতে নারীর ক্ষমতায়নে অনেক কাজ হয়েছে ৷ আগে নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ হত ৷ 2014 সালের পরের নয় বছরে সেই পরিস্থিতি বদলে গিয়েছে ৷ এখন নারীর নেতৃত্বে উন্নয়নের কাজ হয় ৷ শুক্রবার এমনই দাবি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi on Women Empowerment) ৷
আগামী আর্থিক বছরের জন্য যে বাজেট তৈরি করেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Government), সেই বাজেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করছে কেন্দ্র ৷ শুক্রবার তেমনই একটি ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি ভারতীয় মহিলাদের স্বনির্ভর হওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ৷
এদিন বাজেট পরবর্তী যে ওয়েবিনারের আয়োজন করা হয়, তার বিষয় ছিল নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (Economic Empowerment of Women) ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদি জানান, দেশে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি ও গণিতের মতো ক্ষেত্রগুলিতে এখন মহিলাদের অংশীদারিত্ব প্রায় 42 শতাংশ ৷ যা আমেরিকা, ব্রিটেন ও জার্মানির থেকে বেশি বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷
একই সঙ্গে মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে ইউনিকর্ন তৈরির উপর জোর দেন ৷ কেন্দ্রীয় সরকার বাজেটে এই নিয়ে তিন বছরের পরিকল্পনা করেছে বলেও উল্লেখ করেন তিনি ৷ প্রসঙ্গত, শেয়ার বাজারে তালিকাভুক্ত না হয়েও ইউনিকর্ন কোম্পানিগুলি 1 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুঁজি তৈরি করতে পারে ৷