পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on Digital Revolution: ডিজিটাল বিপ্লবের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী

বাজেট পরবর্তী একটি ওয়েবিনারে (Post-Budget Webinar) যোগ দিয়ে প্রযুক্তির বিপ্লবের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, ভারত সকলের মধ্য়েই এই বিপ্লব ছড়িয়ে দিতে চায় (PM Modi on Digital Revolution) ৷

PM Modi on Digital Revolution
PM Modi on Digital Revolution

By

Published : Feb 28, 2023, 2:04 PM IST

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি: আধুনিক ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে ডিজিটাল বিপ্লবের (Digital Revolution) সুবিধা যাতে সবাই পায়, সেই বিষয়টিই ভারত সুনিশ্চিত করতে চাইছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মঙ্গলবার এই কথা জানিয়েছেন ৷ প্রযুক্তির ব্যবহার নিয়ে বাজেট-পরবর্তী একটি ওয়েবিনারে যোগ দিয়ে এই কথা বলেছেন তিনি ৷

2023-24 আর্থিক বছরের জন্য যে বাজেট (Union Budget 2023) পেশ করেছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাজেট-পরবর্তী ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে ৷ সেখানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন ৷ এছাড়াও উপস্থিত থাকছেন বিশেষজ্ঞরা ৷ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে ৷

মঙ্গলবার সেই ধরনের একটি ওয়েবিনারের আয়োজন করা হয়৷ যার নাম, ‘আনলিশিং দ্য পোটেনশিয়াল: ইজ অফ লিভিং ইউজিং টেকনোলজি' ৷ সেখানে মোদি জানান, এক দেশ-এক রেশন এবং জ্যাম বা জনধন যোজনা, আধার ও মোবাইল নম্বরের ভিত্তি করে প্রযুক্তি তৈরি হয়েছে ৷ এগুলি দরিদ্রদের সেবায় সহায়তা করছে ৷ একই ভাবে করদাতাদের সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ৷ অনেক সরকারি বিভাগে বিশ্বমানের পরিষেবা দেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ৷ তিনি বলেন, "আজ মানুষ সরকারকে বাধা নয়, উন্নয়নের অনুঘটক মনে করে ।"

সম্প্রতি পেশ হওয়া বাজেট সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "নতুন ভারত প্রযুক্তদের সঙ্গে নাগরিকদের সংযুক্ত করে তাদের ক্ষমতায়ন করছে । আমাদের সরকারের বাজেট প্রযুক্তির সাহায্যে জীবনযাত্রাকে সহজ করার বিষয়ে জোর দিয়েছে এবং এই নীতি এখন ফল দিচ্ছে ৷" এই ওয়েবিনারে ভারতের টিকাদান কর্মসূচি (Vaccination Program) নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, প্রযুক্তি-নির্ভর প্ল্যাটফর্ম কোউইন অতিমারীর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । ভারতের প্রতিটি নাগরিক ডিজিটাল যোগাযোগের মাধ্যমে শাসনব্যবস্থার পরিবর্তন স্পষ্টভাবে অনুভব করছে ৷ এখন সরকারের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়েছে ।

প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তির মাধ্যমে ওষুধ, শিক্ষা, কৃষি ও অন্যান্য বিষয়গুলিকে একেবারে পরিবর্তন করে দিয়েছে ৷ এতে 5জি ও আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স অনেক সাহায্য করছে ৷ কারণ, এই ক্ষেত্রগুলি থেকে 10টি সমস্যা সমাধান করে এওয়ান এর মাধ্যমে করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷

আরও পড়ুন:ব্যবসায়িক ক্ষেত্রে গ্রিন এনার্জির সম্ভাবনা সোনার খনির চেয়ে কম নয়, দাবি প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details