নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি: আধুনিক ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে ডিজিটাল বিপ্লবের (Digital Revolution) সুবিধা যাতে সবাই পায়, সেই বিষয়টিই ভারত সুনিশ্চিত করতে চাইছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মঙ্গলবার এই কথা জানিয়েছেন ৷ প্রযুক্তির ব্যবহার নিয়ে বাজেট-পরবর্তী একটি ওয়েবিনারে যোগ দিয়ে এই কথা বলেছেন তিনি ৷
2023-24 আর্থিক বছরের জন্য যে বাজেট (Union Budget 2023) পেশ করেছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাজেট-পরবর্তী ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে ৷ সেখানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন ৷ এছাড়াও উপস্থিত থাকছেন বিশেষজ্ঞরা ৷ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে ৷
মঙ্গলবার সেই ধরনের একটি ওয়েবিনারের আয়োজন করা হয়৷ যার নাম, ‘আনলিশিং দ্য পোটেনশিয়াল: ইজ অফ লিভিং ইউজিং টেকনোলজি' ৷ সেখানে মোদি জানান, এক দেশ-এক রেশন এবং জ্যাম বা জনধন যোজনা, আধার ও মোবাইল নম্বরের ভিত্তি করে প্রযুক্তি তৈরি হয়েছে ৷ এগুলি দরিদ্রদের সেবায় সহায়তা করছে ৷ একই ভাবে করদাতাদের সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ৷ অনেক সরকারি বিভাগে বিশ্বমানের পরিষেবা দেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ৷ তিনি বলেন, "আজ মানুষ সরকারকে বাধা নয়, উন্নয়নের অনুঘটক মনে করে ।"