নয়াদিল্লি, 10 অগস্ট:কেটে যায় দেড় ঘণ্টা । মণিপুর তাঁর জবাবি ভাষণে তখনও আসেনি । দেড় ঘণ্টা পর মোদির মুখে মণিপুর, ততক্ষণে সংসদ থেকে ওয়াক-আউট করল বিরোধীরা ।এদিন প্রধানমন্ত্রী বলেন, "মহিলাদের সঙ্গে চূড়ান্ত অপরাধ হয়েছে ৷ সেই অপরাধ ক্ষমা অযোগ্য ৷ দোষীদের কড়া শাস্তির জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার সদা সচেষ্ট ৷ আর আমি দেশবাসীকে আশ্বস্ত করছি দ্রুত সেখানে শান্তি ফিরবে ৷ সেখানকার মা বোনদের বলছি, দেশ আপনাদের সঙ্গে আছি, এই সংসদ আপনাদের সঙ্গে আছে ৷ মণিপুরের লোকদের আমি বিশ্বাস দিচ্ছি, মণিপুরে আবার শান্তি ফিরবে ৷"
কথা ছিল বৃহস্পতিবার বিকাল চারটে থেকে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ কিন্তু এদিন বিকাল পাঁচটা আট মিনিট থেকে বক্তব্য রাকা শুরু করেন প্রধানমন্ত্রী ৷ আর শুরু থেকেই কংগ্রেস এবং বিরোধীদের চরম কটাক্ষে বিদ্ধ করতে থাকেন মোদি ৷ অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝ পথেই বিরোধীদের তরফে মণিপুর ইস্যু নিয়ে মুখ খোলার জন্য বারংবার ট্রেজারি বেঞ্চের দিকে স্লোগান ছুটে আসতে থাকে ৷ তারপরও অবশ্য মণিপুর নিয়ে একটি বাক্যও ব্যয় করতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে ৷ এরপর সন্ধ্যা ছটা 40 মিনিটে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী ৷