পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi replied on Manipur: কংগ্রেসের ওয়াক-আউটের পর মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি

প্রধানমন্ত্রীর বক্তব্যের এক ঘণ্টার মধ্য লোকসভা থেকে ওয়াক আউট কংগ্রেস-সহ বিরোধীদের ৷ আর তারপরই মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Aug 10, 2023, 6:52 PM IST

Updated : Aug 10, 2023, 11:08 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট:কেটে যায় দেড় ঘণ্টা । মণিপুর তাঁর জবাবি ভাষণে তখনও আসেনি । দেড় ঘণ্টা পর মোদির মুখে মণিপুর, ততক্ষণে সংসদ থেকে ওয়াক-আউট করল বিরোধীরা ।এদিন প্রধানমন্ত্রী বলেন, "মহিলাদের সঙ্গে চূড়ান্ত অপরাধ হয়েছে ৷ সেই অপরাধ ক্ষমা অযোগ্য ৷ দোষীদের কড়া শাস্তির জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার সদা সচেষ্ট ৷ আর আমি দেশবাসীকে আশ্বস্ত করছি দ্রুত সেখানে শান্তি ফিরবে ৷ সেখানকার মা বোনদের বলছি, দেশ আপনাদের সঙ্গে আছি, এই সংসদ আপনাদের সঙ্গে আছে ৷ মণিপুরের লোকদের আমি বিশ্বাস দিচ্ছি, মণিপুরে আবার শান্তি ফিরবে ৷"

কথা ছিল বৃহস্পতিবার বিকাল চারটে থেকে লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি ৷ কিন্তু এদিন বিকাল পাঁচটা আট মিনিট থেকে বক্তব্য রাকা শুরু করেন প্রধানমন্ত্রী ৷ আর শুরু থেকেই কংগ্রেস এবং বিরোধীদের চরম কটাক্ষে বিদ্ধ করতে থাকেন মোদি ৷ অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝ পথেই বিরোধীদের তরফে মণিপুর ইস্যু নিয়ে মুখ খোলার জন্য বারংবার ট্রেজারি বেঞ্চের দিকে স্লোগান ছুটে আসতে থাকে ৷ তারপরও অবশ্য মণিপুর নিয়ে একটি বাক্যও ব্যয় করতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে ৷ এরপর সন্ধ্যা ছটা 40 মিনিটে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন বিরোধীদের ওয়াক আউট সংসদের ইতিহাসে বিড়ল ৷ আর যে মণিপুর ইস্যুতে অনাস্থা এনেছিল বিরোধীরা, শেষ পর্যন্ত তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনেই ওয়াক আউট করেন তাঁরা ৷ আর কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা কক্ষ ছাড়তেই এদিন ফের একবার বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "এরা তো বলতে পারে কিন্তু শুনতে চায় না ৷ এরা মণিপুর নিয়ে চর্চা চেয়েছিল ৷"

একই সঙ্গে, প্রধানমন্ত্রী বলেন, "আমরা বলেছিলাম মণিপুর নিয়ে চর্চা করুন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মণিপুর নিয়ে সবটাই সদনে বলেছেন ৷ বিস্তারিত জানিয়েছেন ৷ কিন্তু মণিপুর নিয়ে সস্তার রাজনীতি করছে বিরোধীরা ৷ আলোচলায় অংশ নেওয়ার ইচ্ছাই নেই বিরোধীদের ৷ মণিপুর ফের উন্নয়নের পথে চলবে ৷" অন্যদিকে, কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, "উত্তর-পূর্বের মানুষের বিশ্বাসকে এরা আঘাত করেছে ৷ নর্থ-ইস্টের সমস্যার একমাত্র জননী কংগ্রেস ৷ তাদের রাজনীতির জন্যই আজ এই সমস্যা হচ্ছে ৷"

Last Updated : Aug 10, 2023, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details