নয়াদিল্লি, 1 অক্টোবর : প্রযুক্তির জগতে নতুন যুগের সূচনা হল শনিবার ৷ ভারতে শুরু হল 5জি টেলিকম পরিষেবা (5G Telecom Services) ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এদিন দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্ঠানে নতুন এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে উপস্থিত ছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানি (Reliance Chairman Mukesh Ambani) ৷
4জি পরিষেবার থেকে স্বাভাবিক ভাবেই 5জি পরিষেবা আরও উন্নত মানের হবে ৷ এদিন দেশের তিনটি বড় টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীকে 5জি প্রযুক্তির বিষয়ে জানান ৷
জানা গিয়েছে, এই প্রযুক্তি শক্তি, স্পেকট্রাম ও নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি করবে ৷ ভিডিয়োর গুণগত মান যেমন বাড়বে, পাশাপাশি ভিডিয়ো লোডিং স্পিডও বৃদ্ধি করবে 5জি টেলিকম পরিষেবা ৷