পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

G20 Summit in Delhi: 'ভারত আপনাদের স্বাগত জানাচ্ছে', জি20 শীর্ষ সম্মেলনে ইঙ্গিতবহ মন্তব্য মোদির

শনিবার থেকে দু'দিনের জি20 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে দিল্লিতে ৷ সকালে এই শীর্ষ সম্মেলনের ভাষণে সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতা, অন্য অতিথিদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানও সম্ভব বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 11:48 AM IST

Updated : Sep 9, 2023, 2:40 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: "ভারত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে", জি20 শীর্ষ সম্মেলনের সূচনায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার থেকে দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে ৷ ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অন্য তাবড় রাষ্ট্রনায়ক, আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা ৷

এদিন সেশন-1-এর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান ৷ তিনি বলেন, "বিশ্ববাসী মরক্কোর সঙ্গে রয়েছে" ৷ এরপর তিনি উপস্থিত জি20 সদস্য, অন্য অতিথিদের শুভেচ্ছা জানান এবং তখনই দেশের হয়ে ইন্ডিয়া না বলে 'ভারত' শব্দটি উচ্চারণ করেন ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশ এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ৷ কারণ বিশ্বে ভারত ইন্ডিয়া নামেই বিশেষ পরিচিত ৷

এদিন তিনি বিশ্বের সংকটের কথা মনে করিয়ে দেন ৷ করোনা অতিমারী থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীতে বিশ্বাসের অভাব আরও জোরালো হয়েছে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "কোভিড-19-এর পর বিশ্বে বিশ্বাসের অভাব দেখা দিয়েছে ৷ এরপর যুদ্ধ এই অভাবের সংকটকে আরও গভীর করেছে ৷ আমরা যদি কোভিডকে পরাজিত করতে পারি, তাহলে নিজেদের মধ্যে বিশ্বাসের জোরে এই সংকটককেও কাটিয়ে উঠতে পারব ৷"

আরও পড়ুন: জি20 সম্মেলনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আসছেন বিশ্বনেতারাও

তিনি আশ্বাস দেন, ভারত জি20 সভাপতিত্ব করছে ৷ বিশ্বকে একসঙ্গে চলার আহ্বান জানাচ্ছে ৷ এভাবেই এই বিশ্বাসের অভাবকে ভরসায় পরিবর্তিত করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷ এখানে উঠে আসে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস'-এর কথাও ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই মন্ত্র সবার জন্য একটি পথপ্রদর্শক হয়ে উঠবে ৷"

এদিন দুনিয়ার সাম্প্রতিক চ্যালেঞ্জগুলির কথাও তিনি উত্থাপন করেন ৷ বিশ্বের অর্থব্যবস্থায় ওঠানামা, উত্তর ও দক্ষিণের মধ্যে বিভাজন, পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব, খাদ্য, জ্বালানি ও সারের ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ ও সাইবার সুরক্ষার বিষয়, স্বাস্থ্য, শক্তি ও জলের নিরাপত্তা এখন দুনিয়ার সামনে চ্যালেঞ্জ ৷ এই বর্তমান বিশ্বকে নিয়েই আগামী প্রজন্মের জন্য চ্যালেঞ্জগুলির সমাধানের দিকে এগিয়ে যেতে হবে বলে জানান প্রধানমন্ত্রী মোদি ৷

সম্মেলন শুরুর আগে শুক্রবার রাতে উত্তর আফ্রিকার মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে অন্ততপক্ষে 296 জনের মৃত্যু হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালেই টুইট করে শোকবার্তা জানিয়েছেন ৷ আজ প্রধানমন্ত্রী মোদি তাঁর বক্তৃতায় কোভিড-19 প্রসঙ্গ উত্থাপন করেন ৷ উল্লেখ করেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও ৷

আরও পড়ুন: জি20 নৈশভোজে মৃদঙ্গ বাজাবে 12 বছরের দক্ষ, ইটিভি ভারতের মুখোমুখি খুদে শিল্পী

জি20 সভাপতিত্ব ভারতের মধ্যে এবং বাইরে 'ইনক্লুশন' অর্থাৎ অন্তর্ভুক্তির প্রতীকে পরিণত হয়েছে ৷ এটা ভারতে পিপলস জি20 অর্থাৎ মানুষের জি20-তে রূপান্তরিত হয়ে গিয়েছে ৷ কোটি কোটি ভারতীয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ 60টিরও বেশি শহরে 200টিরও বেশি বৈঠক হয়েছে ৷

Last Updated : Sep 9, 2023, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details