ভোপাল (মধ্যপ্রদেশ), 19 অক্টোবর: সামনেই বিধানসভা নির্বাচন ৷ আর তার আগে মধ্যপ্রদেশের জনগণের কাছে একটি খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নির্বাচনের আগে 'ডবল-ইঞ্জিন সরকারের' একাধিক উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক প্রকল্পের উপর দৃষ্টি আকর্ষণও করেছেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি আস্থা প্রকাশ করেছেন, রাজ্যের মানুষ আগামী 17 নভেম্বরের নির্বাচনে আবারও বিজেপির উপর তাদের আশীর্বাদ বর্ষণ করবে।
প্রধানমন্ত্রী মোদী তার চিঠিতে লিখেছেন, "আমার পূর্ণ আস্থা আছে যে আপনারা মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে আমাকে সমর্থন করবেন ৷ আমরা ফের রাজ্যে একটি ডবল ইঞ্জিন সরকার গঠন করব ৷" প্রধানমন্ত্রী জানান, যখনই তিনি মধ্যপ্রদেশে যান তখনই তিনি মানুষের অপার ভালোবাসা ও পূর্ণ সমর্থন লাভ করে থাকেন। প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "মধ্যপ্রদেশ যে অগ্রগতি করেছে তা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। গত 20 বছরে মধ্যপ্রদেশ একটি রুগ্ন পিছিয়ে পড়া রাজ্য থেকে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বনির্ভর রাজ্যে রূপান্তরিত হয়েছে ৷" ।
একই সঙ্গে, প্রধানমন্ত্রী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে রাজ্য বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রধানমন্ত্রী মোদি তাঁর চিঠিতে আরও লিখেছেন, "2003 সালের আগের সময় কেউ ভুলতে পারবে ? যখন রাজ্যে মৌলিক সুযোগ-সুবিধার অভাব ছিল ৷ এই 20 বছরে, মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের নেতৃত্বে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে ৷ এক লক্ষ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণের মাধ্যমে 16 শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৷ এক লক্ষেরও বেশি বাড়িতে জলের সংযোগ এবং 28 হাজার মেগাওয়াট শক্তি উৎপাদন হয়েছে ৷"