বেঙ্গালুরু(কর্ণাটক), 29 এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচন আসন্ন ৷ তার আগে দু'দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার তিনি কর্ণাটকে আসবেন ৷ এই দু'দিনের সফরে সেখানে প্রধানমন্ত্রী 6টি জনসভায় ভাষণ দেবেন এবং দুটি রোড শো করবেন বলে জানা গিয়েছে । তাঁর সফরসূচি অনুযায়ী, নরেন্দ্র মোদি শনিবার সকালে দিল্লি থেকে একটি বিশেষ উড়ানে বিদার বিমানবন্দরে নামবেন ৷ যেখান থেকে তিনি হেলিকপ্টার নিয়ে বিদার জেলার হুমনাবাদে যাবেন ৷
হুমনাবাদেই হবে তাঁর প্রথম জনসভা । সকাল 11টায় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সভার পর তিনি বিজয়পুরার উদ্দেশে রওনা দেবেন ৷ সেখানে তিনি দুপুর 1টায় একটি জনসমাবেশে ভাষণ দেবেন । তারপরে প্রধানমন্ত্রী উড়ে যাবেন বেলগাভি জেলার কুদাচিতে ৷ যেখানে তিনি দুপুর 2.45টার দিকে জনসভায় ভাষণ দেবেন ।
এরপর প্রধানমন্ত্রী মোদির বেঙ্গালুরুতে আসার কথা। শহরের উত্তরাংশে সন্ধ্যায় একটি রোড শো করবেন তিনি ৷ রাতে তিনি বেঙ্গালুরুর রাজভবনে থাকবেন ৷ এরপর সফরের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার সকালে রাজভবন থেকে কোলারে উড়ে যাবেন নরেন্দ্র মোদি ৷ যেখানে তিনি 11.30 টায় একটি জনসভায় ভাষণ দেবেন । কোলার থেকে দুপুর দেড়টা নাগাদ আরও একটি জনসভায় ভাষণ দেওয়ার জন্য রামানগর জেলার চান্নাপাটনায় যাবেন মোদি। এরপর মোদি সেখান থেকে যাবেন হাসন জেলার বেলুড় মন্দিরে ৷ যেখানে তিনি বিকাল 3.45 মিনিটে জনসভায় ভাষণ দেবেন ।
ওই সন্ধ্যোয় প্রধানমন্ত্রী মাইসুরুতে যাবেন ৷ যেখানে তিনি একটি রোড শো করবেন । এরপর অনুষ্ঠান শেষে তিনি বিশেষ বিমানে মাইসুরু থেকে দিল্লি ফিরে আসবেন বলে ঠিক হয়েছে। ফেব্রুয়ারি থেকে এবার নিয়ে মোট 9 বার কর্ণাটকে আসছেন মোদি । আগামী 10 মে কর্ণাটকের 224টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে । ফল ঘোষণা 13 মে।
আরও পড়ুন:পরনে কেরলের ঐতিহ্যবাহী পোশাক, কোচিতে রোড-শো প্রধানমন্ত্রীর