পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi unveils Netaji statue: ইন্ডিয়া গেটের কাছে 28 ফুটের নেতাজির মূর্তি উন্মোচন মোদির

ইন্ডিয়া গেটের কাছে 28 ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi unveils Netaji statue)৷ গ্রানাইটের এই মূর্তি তৈরি করতে সময় লেগেছে 26,000 ঘণ্টা ৷

By

Published : Sep 8, 2022, 7:42 PM IST

Updated : Sep 8, 2022, 8:26 PM IST

pm-modi-unveils-28-ft-statue-of-netaji-subhas-chandra-bose-near-india-gate
ইন্ডিয়া গেটের কাছে 28 ফিটের নেতাজির মূর্তি উন্মোচন মোদির

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) বিরাট মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi unveils Netaji statue)৷ পূর্ব ঘোষণা মতোই আজ ঠিক সন্ধে সাতটা নাগাদ মূর্তির উন্মোচন করেন তিনি (Netaji statue near India Gate)৷

ইন্ডিয়া গেটের শামিয়ানার নিচে দাঁড়িয়ে গ্রানাইট পাথরের 28 ফুটের নেতাজির মূর্তি ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, 280 মেট্রিক টনের একটি গ্রানাইটের মোনোলিথিক ব্লক দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি ৷ 26,000 ঘণ্টার নিরলস পরিশ্রমের পর 65 মেট্রিক টন ওজনের এই মূর্তি গড়ে ওঠে ৷ প্রথাগত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির মিশেলে সম্পূর্ণ হাতে তৈরি ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে নেতাজির এই মূর্তিতে ৷ অরুণ যোগীরাজের নেতৃত্বে একদল শিল্পী এই ভাস্কর্য উপহার দিয়েছে দেশবাসীকে ৷

আরও পড়ুন:আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার

বিবৃতিতে বলা হয়েছে, "28 ফুট লম্বা নেতাজির মূর্তিটি দেশের অন্যতম সর্বোচ্চ, মনোলিথিক হাতে তৈরি ভাস্কর্য ৷ 2022 সালের 21 জানুয়ারি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গ্রানাইটের তৈরি নেতাদির বিরাট মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে, দেশ যে নেতাজির কাছে ঋণী এটি হবে তার প্রতীক ৷" তেলেঙ্গানার খাম্মাম থেকে 140 চাকার 100 ফিট লম্বা ট্রাকে করে দিল্লিতে নিয়ে আসা হয় এই মূর্তি ৷ এই মূর্তির উন্মোচনের সময় বাজছিল, "কদম কদম বাড়ায়ে যা ৷"

এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়েই আজ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, "আমাকে একটা চিঠি দিয়েছেন আন্ডার সেক্রেটারি ৷ সেই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজ সন্ধে 7টায় নেতাজির মূর্তির উন্মোচন করবেন ৷ 6টায় আপনি উপস্থিত থাকবেন ৷ যেন আমি চাকর-বাকর ৷ বন্ডেড লেবার ৷ কালচারাল মিনিস্টারও লিখতে পারলেন না ৷ এ ভাবে একজন আন্ডার সেক্রেটারি আমায় লিখতে পারেন না ৷ সে জন্য এখানে আসার সময় রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম ৷ দিল্লির প্রোগ্রাম বাংলায় উদযাপন করে এলাম ৷"

Last Updated : Sep 8, 2022, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details