পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Email threatening to kill PM Modi: প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে ফের ই-মেল, তদন্তে পুলিশ - নরেন্দ্র মোদিে হুমকি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর হামলা হবে এবং দেশের একাধিক জায়গায় বিস্ফরণ ঘটানো হবে, এরকম হুমকি দিয়ে একটি ই-মেল বুধবার পাঠানো হয়েছে পুনের এক হাসপাতালে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি

By

Published : Aug 9, 2023, 10:25 PM IST

পুনে, 9 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণে মারার হুমকি দিয়ে পাঠানো ই-মেলে চাঞ্চল্য ৷ পুনে পুলিশ বুধবার জানিয়েছে, এখানকার দীননাথ মঙ্গেশকর হাসপাতালে বুধবার একটি হুমকি মেল পাঠানো হয় ৷ এই ই-মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর হামলার পাশাপাশি, দেশের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে ৷ মোকহিম নামে এক ব্যক্তির নাম করে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ অলঙ্কার পুলিশ স্টেশনের তরফে একটি অভিযোগ দায়ের করে ইতিমধ্যেই হুমকি ই-মেলের তদন্ত শুরু হয়েছে ৷

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিদেশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ই-মেল মারফৎ এই হুমকি দিয়েছে ৷ প্রধানমন্ত্রীর উপর হামলার কথা বলে পাঠানো ওই বার্তায় আরও দাবি করা হয়েছে, যে ব্যক্তি এই বার্তা পাঠিয়েছে সে বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করে ৷ নির্দিষ্ট ধর্মের ব্যক্তিদের উপর হামলার কথা বলা হয়েছে ওই হুমকি বার্তায় ৷ যে ব্যক্তি ওই বার্তা পাঠিয়েছে সে মোকহিম নামে একটি জি-মেল অ্যাকাউন্ট ব্যবহার করে ৷ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথাও বলা হয়েছে ওই বার্তায় ৷

আরও পড়ুন: 4 বছর আগে যোধপুর থেকে অপহৃত বালক উদ্ধার গুজরাতে

এদিন এই হুমকি আসার পর দীননাথ মঙ্গেশকর হাসপাতালের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ওই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে ৷ এই হুমকি আসার পর বিভিন্ন জায়গায় তল্লাশি বাড়িয়ে দেয়েছে পুলিশ ৷ অলঙ্কার থানার পুলিশ তদন্ত চালাচ্ছে ৷ তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় একাধিক ভুয়ো ফোন ও ই-মেল পাঠানো হয়েছে ৷ মুম্বইয়ের মন্ত্রালয়ে হামলা চালানোর হুমকি দিয়ে এর আগে ভুয়ো ফোন এসেছিল মহারাষ্ট্রের সেক্রেটেরিয়ট ভবনে ৷ সেই ঘটনায় 61 বছর বয়সি এক বৃদ্ধকেও গ্রেফতার করে পুলিশ ৷ প্রকাশ খেমানি নামে ওই ব্যক্তি তাপর মোবাইল ফোন থেকে ফোন করেই ওই হুমকি দিয়েছিল বলে পরে জানতে পারে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details