পুনে, 9 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণে মারার হুমকি দিয়ে পাঠানো ই-মেলে চাঞ্চল্য ৷ পুনে পুলিশ বুধবার জানিয়েছে, এখানকার দীননাথ মঙ্গেশকর হাসপাতালে বুধবার একটি হুমকি মেল পাঠানো হয় ৷ এই ই-মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর হামলার পাশাপাশি, দেশের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে ৷ মোকহিম নামে এক ব্যক্তির নাম করে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ অলঙ্কার পুলিশ স্টেশনের তরফে একটি অভিযোগ দায়ের করে ইতিমধ্যেই হুমকি ই-মেলের তদন্ত শুরু হয়েছে ৷
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিদেশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ই-মেল মারফৎ এই হুমকি দিয়েছে ৷ প্রধানমন্ত্রীর উপর হামলার কথা বলে পাঠানো ওই বার্তায় আরও দাবি করা হয়েছে, যে ব্যক্তি এই বার্তা পাঠিয়েছে সে বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করে ৷ নির্দিষ্ট ধর্মের ব্যক্তিদের উপর হামলার কথা বলা হয়েছে ওই হুমকি বার্তায় ৷ যে ব্যক্তি ওই বার্তা পাঠিয়েছে সে মোকহিম নামে একটি জি-মেল অ্যাকাউন্ট ব্যবহার করে ৷ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানোর কথাও বলা হয়েছে ওই বার্তায় ৷